SSKM হাসপাতালের এর ICU তে বেড না পেয়ে রোগী মৃত্যু,অথচ শিশুদের বেডে শুয়ে সুস্থ কালীঘাটের কাকু !
যে কোনো সিরিয়াস রোগীকে কোনওভাবেই ফেরানো যাবে না, বেড না থাকলেও ব্যবস্থা করতে হবে প্রাথমিক চিকিৎসার। মুখ্যমন্ত্রী মমতার এই এই নির্দেশের পরেও বিভিন্ন হাসপাতালে বেড না পাওয়ার অভিযোগ বন্ধ হচ্ছে না। শনিবারও বিনা চিকিৎসায় হাওড়ার জগৎবল্লভপুরের আকলিমা বিবি(৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে SSKM হাসপাতালে।
প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাওড়ার একটি হাসপাতালে ভর্তি ছিলেন আকলিমা বিবি। শুক্রবার সন্ধ্যা থেকে সমস্যা আরও বাড়তে থাকায় তাঁকে সাড়ে আটটা নাগাদ SSKM হাসপাতালে রেফার করা হয়। পরিবারের অভিযোগ, পিজির জরুরি বিভাগের চিকিৎসকরা দেখার পরে কার্ডিয়োলজি বিভাগে নিয়ে যাওয়ার কথা বলা হয় তাঁদের। ভর্তি করার কথা জরুরি বিভাগের চিকিৎসকরা লিখে দিলেও বেড মেলেনি SSKM হাসপাতালে।
রাত সাড়ে বারোটা নাগাদ ন্যাশনাল মেডিক্যালে নিয়ে যাওয়ার কথা বলা হয়। সেখানে গিয়েও একই কথা শুনতে হয়। ভোর চারটে নাগাদ আকলিমাকে ফের SSKM হাসপাতালে আনা হয়। এদিন সকালে জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন পরিবারের সদস্যরা। সেখান থেকে আউটডোরে ডাক্তার দেখানোর কথা পরামর্শ দেওয়া হয়। বেলা দেড়টা নাগাদ আউটডোরের চিকিৎসক দেখার পরে বলেন, ভর্তির প্রয়োজন নেই। এরপর আউটডোর থেকে বাইরে বেরোনোর কিছুক্ষণ পরেই অজ্ঞান হয়ে পড়েন ওই প্রৌঢ়া। নিয়ে যাওয়া হয় আইসিইউ(ICU)-তে। সেখানেই মারা যান তিনি।
পরিবারের সদস্যদের অভিযোগ, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কালীঘাটের কাকু তথা সুজয়কৃষ্ণ ভদ্র শিশুদের জন্য সংরক্ষিত বেডে জায়গা পেয়েছেন। অথচ, জেলা থেকে আসা রোগীরা SSKM হাসপাতালে বেড না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরছেন। মৃতার ভাই আলম শেখের বক্তব্য, যে টাকা দিতে পারবে তাঁর রোগীই ভর্তি হতে পারবে। পুরোটাই দালালচক্রের হাতে। ঠিক সময়ে বেড পেলে এভাবে আমার বোনকে মরতে হতো না।