মমতাকে নবান্ন থেকে গণতান্ত্রিক উপায়ে ঘাড় ধরে নামানো ছাড়া মুক্তি নেই !ক্ষুব্ধ শুভেন্দু!
দুর্নীতির কারণে চাকরি না পাওয়ার যন্ত্রণা কতটা জঘন্য এবং নিন্দনীয়, ১০০০ দিনের মাথায় নিজের মাথার চুল কেটে প্রমাণ করে দিয়েছেন আন্দোলনরত এক মহিলা চাকরি পার্থী। এই ঘটনার পর তীব্র সমালোচনায় সরব রাজ্যের বিরোধীরা। একজন মহিলা শাষিত রাজ্যে মহিলার এধরনের পদক্ষেপ নিন্দনীয়।ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার শ্রীনগরে বিজেপি তফশিলি মোর্চা আয়োজিত প্রতিবাদ সভা থেকে তীব্র নিন্দা করে বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে ঘাড় ধরে বের করতে হবে। তিনি বলেন চাকরিপ্রার্থীদের এরকম অবস্থার একমাত্র শাস্তি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে নবান্ন থেকে বিসর্জন দেওয়া। সঙ্গে স্বপরিবারে মমতা বন্দ্যোপাধ্যয়কে চুরির দায়ে জেলে ভরার কথাও বলেছেন তিনি।
চাকরিপ্রার্থী মহিলার চুল কাটার ঘটনাকে সামনে রেখে গত বিধানসভা ভোটে বাংলা মেয়ে মমতাকে ভোট দেওয়ার ডাক দেওয়া সৈনিকদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, ২০২১-এ যাঁরা একজন চোর মহিলার হয়ে বিজেপির বিরুদ্ধে ভোটে লড়েছিলেন, তাদেরকে প্রশ্ন করছি , চুলকেটে দেওয়া মহিলা কি বাংলার মেয়ে নন?
যাঁরা একজন মহিলার জন্য বিজেপির বিরুদ্ধে ভোটে লড়াই করেছিলেন, আজ তাঁরা এই চাকরিপার্থী প্রতিবাদী মহিলার জন্য কেন তারা লড়াই করছেন না। প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী।