‘উত্তরকন্যা’ যাওয়ার পথে শুভেন্দুকে আটকাল পুলিশ !পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু।
উত্তরকন্যা যাওয়ার পথে পুলিশি বাধায় আটকে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ কোচবিহারের বিধায়ক মিহির গোস্বামী এবং বিজেপির অন্যান্য বিধায়করা। বাধা পেয়ে পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়ান শুভেন্দু অধিকারী । কেন উত্তরকন্যা যেতে পারছেন না বিজেপি বিধায়কেরা, প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী,সেই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন।
শুভেন্দু অধিকারী অভিযোগ করেন উত্তরবঙ্গ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি সেই ব্যবস্থা দেখতে এসেছিলেন। কিন্তু মমতা ব্যানার্জী পুলিশ দিয়ে বাধা দিচ্ছেন ঢুকতে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বিজেপি বিধায়ক বলেন, কী ভাষা দেখুন! বিধায়কদের ঢুকতে দেবে না। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে বিয়েবাড়িতে ছবি তুলতে এসেছিলেন। সচিবালয় কেমন চলছে, দেখতে এসেছিলাম আমরা । দেখলাম, মহিলা পুলিশকে নিয়ে এসে দাঁড় করিয়েছে।
শুভেন্দু অধিকারী NJP স্টেশন সংলগ্ন জায়গায় উত্তরবঙ্গের বিজেপি বিধায়কদের নিয়ে সভা করেন। ওই সভার নাম দেওয়া হয় ‘উত্তরের উত্তরণের খোঁজ’। সভা শেষে বিধায়কদের সঙ্গে নিয়ে প্রতিনিধি দলটি উত্তরকন্যার সামনে পৌঁছনো মাত্র পুলিশের বাধার মুখোমুখি হন। শুরু হয় পুলিশের সঙ্গে বচসা । পুলিশের তরফে জানানো হয়, ১৪৪ ধারা জারি রয়েছে। সেই কারণে উত্তরকন্যায় এই মুহূর্তে প্রবেশ নিষেধ।
শুভেন্দু অধিকারী ঝাঁঝালো ভাষায় রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন,সুদে আসলে যদি এই বদলা না নিতে পারি আমার নাম শুভেন্দু নয়। আমি মমতাকে হারানো লোক। ওঁকে প্রাক্তন করে ছাড়ব। পৃথিবী গোল।
বিজেপি বিধায়ক এ-ও অভিযোগ করেন যে বিভিন্ন সরকারি পরিষেবা থেকে উত্তরবঙ্গ বঞ্চিত। আর মুখ্যমন্ত্রী অনুষ্ঠান নিয়ে ব্যস্ত।
এরপর উত্তরকন্যার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন , মমতার পা-চাটা পুলিশ রয়েছে এখানে। বিধায়কদের ঢুকতে দেবে না। এর বিরুদ্ধে এখানকার বিধায়কদের দিয়েই যা করার করব। তিনি আরও বলেন,আমরা পুলিশকে বলেছিলাম, আমাদের দু’জন লোকাল বিধায়ককে যাওয়ার অনুমতি দেওয়া হোক। কিন্তু তা-ও দিল না। মমতা ভণ্ডামি প্রকাশ হয়ে যাবে। এ জন্যই ঢুকতে দিল না।
শুভেন্দুদের ওই বিক্ষোভের মধ্যে উত্তরকন্যা থেকে বেরিয়ে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি অজিত বর্ধন। পুলিশের সঙ্গে প্রথমে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন তিনি। পরে সামনে গিয়ে শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য বিধায়ককে উত্তরকন্যায় আমন্ত্রণ জানান। কিন্তু শুভেন্দু সেখান থেকেই ফিরে যান।
উত্তরকন্যার সামনে কি ঘটনা ঘটেছিলো দেখুন ভিডিওটি—