এবার নিউ লুক-এ এয়ার ইন্ডিয়ার কর্মীরা !ইউনিফর্মের ডিজাইনে বাজার কাঁপালেন মণীশ মালহোত্রা!
এয়ার ইন্ডিয়ার(Air India) বিমানে এবার চড়লেই কেবিন ত্রুদের নতুন লুক চোখে পড়বে। বহুদিন ধরেই এই অসামরিক বিমান পরিবহন সংস্থা তার ত্রুদের নতুন লুক দেওয়ার চিন্তাভাবনায় ছিল। সেই দায়িত্ব গিয়ে পড়ে তাবড় ফ্যাশন ডিজাইনিং স্টার মণীশ মালহোত্রার (Manish Malhotra)উপর।
যেমন কথা দিয়েছিলেন, তেমনটাই হল। বছর শেষ হওয়ার আগেই এয়ার ইন্ডিয়ার কর্মীদের নতুন রূপে সাজিয়ে তুললেন মণীশ মালহোত্রা । মঙ্গলবার প্রকাশ্যে এল এয়ার ইন্ডিয়ার কেবিন এবং ককপিট ত্রুদের নতুন লুক।
এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, নানা রঙের বৈচিত্র, ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্যের মেলবন্ধনে তৈরি হয়েছে নতুন এই পোশাক। কয়েক মাসের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে তা প্রকাশ করা হবে। এয়ার ইন্ডিয়ার(Air India) নতুন এয়ারবাস এ৩৫০-র যাত্রাও শুরু হবে সে দিন।
মহিলাদের জন্য শেডেড শাড়ি রয়েছে। এগুলি রেডি টু ওয়্যার ওমব্রে শাড়ি। পাড়ে রয়েছে ফ্রিল। অপশন হিসাবে রয়েছে তেমনই লং প্যান্টের সঙ্গে কোট। এরসঙ্গে শাড়ির মতো করে নেওয়া হচ্ছে ওড়না জাতীয় অংশ। এতে পূর্ব পশ্চিমের ফ্যাশন লুকের যুগলবন্দি হয়েছে বলে মনে করছেন অনেকে।
Introducing our new Pilot & Cabin crew uniforms, an ode to Air India’s rich history and a promise of a bright future.
These uniforms, envisioned by India’s leading couturier @ManishMalhotra, features three quintessential Indian colours – red, aubergine and gold, representing the… pic.twitter.com/Pt1YBdJlMN
— Air India (@airindia) December 12, 2023
এয়ার ইন্ডিয়ার(Air India) পাইলটদের পোশাকে এসেছে চমক। সাদাকালোর চেনা লুকেও বেশ কিছুটা ভিন্নতা যোগ করার চেষ্টা করা হয়েছে। শুধু কি পোশাক? তার সঙ্গে ত্রুদের জুতোরও নতুন লুক এনে দিয়েছেন মণীশ। ফলে সব মিলিয়ে দেখা গিয়েছে নয়া লুক।
দেশের জাতীয় বিমানসংস্থার পক্ষ থেকে এমন দায়িত্ব পালন করতে পেরে অভিভূত পোশাকশিল্পী মণীশ। তাঁর মতে, এয়ার ইন্ডিয়ার(Air India) মতো বিমান সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া সম্মানের। কর্মীদের স্বাচ্ছন্দ্যের বিষয়টি মাথায় রেখে। পুরনো ঐতিহ্যের সঙ্গে নতুনের মেলবন্ধন করতে চেষ্টা করেছি মাত্র।