বিচারপতি অমৃতা সিনহার ওপর চাপ বাড়াতে তার স্বামীকে আবার তলব করল CID,ফোন জমা দেয়ার নির্দেশ।
কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে কে আবার তলব করল সিআইডি। CID সূত্রে খবর, আগামী ২২ ডিসেম্বর তাঁকে ভবানী ভবনে সিআইডির সদর দফতরে যেতে বলা হয়েছে। শুধু তাই নয়, আগামী সোমবার তাঁকে ফোন জমা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১ ডিসেম্বর বিচারপতির স্বামীকে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।আবার গত শনিবার তাঁকে দ্বিতীয় বারের জন্য ডেকে পাঠানো হয় এবং রাত পর্যন্ত প্রায় ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে।
এবার ফের তৃতীয় বারের জন্য CID কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে-কে ডেকে পাঠালো।
ঘটনাচক্রে, বিচারপতি অমৃতা সিংহের এজলাসে একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে। তার মধ্যে একটি নিয়োগ সংক্রান্ত মামলা। এই মামলায় কিছু দিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি সিনহা। অভিষেকের সংস্থা ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ নিয়ে হাই কোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।
এরপর সম্প্রতি অভিষেকের সংস্থা ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ নিয়ে মুখবন্ধ খামে আদালতে রিপোর্ট জমা করেছে ইডি। সেখানেও বারংবার উঠে এসেছে অভিষেকের আয়ের উৎস প্রসঙ্গ। যার শুনানি রয়েছে আগামী ২০ ডিসেম্বর। আর এসবের মধ্যেই বার বার বিচারপতি সিনহার স্বামীকেই এক মামলায় তলব করে বিচারপতি অমৃতার সিনহার ওপর মানসিক চাপ সৃষ্টি করছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি(CID)!
অন্য দিকে, রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে বলা হয়, তদন্তের অবস্থা এবং অভিযোগ সম্পর্কে জানতে আগেই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে একটি রিপোর্ট গিয়েছে। ন্যায়সঙ্গত ভাবেই তদন্ত পরিচালনা হচ্ছে। আবেদনকারীদের সমস্ত অভিযোগ বিবেচনা করে সতর্কতার সঙ্গে তদন্ত হচ্ছে। যদিও তার পরেও এ নিয়ে সুপ্রিম কোর্ট রিপোর্ট চেয়েছে।