সোমনাথ-অর্জুন কোন্দল প্রকাশ্যে,সোমনাথকে দেখে বৈঠকের মাঝ পথে বেরিয়ে গেলো অর্জুন !
আগামী লোকসভা ভোটকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে।এরই প্রস্তুতি বৈঠকে জগদ্দলের তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যাম ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং দ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এসেছে।
শনিবার বিকেলে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে তৃণমূলের জেলা পার্টি অফিসে প্রস্তুতি বৈঠক ছিল। জেলা নেতৃত্বের সামনে এই কোন্দল সামনে আসায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে।
উলেখ্য শনিবার বিকেলে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে বেলা তিনটে নাগাদ অর্জুন সিং আসেন। কিছুক্ষণ পর বৈঠক শুরু হয়। সাড়ে তিনটে নাগাদ সোমনাথ শ্যাম বৈঠকে ঢোকেন। বৈঠকে সোমনাথ ঢোকার পরই বেরিয়ে যান অর্জুন। প্রসঙ্গ উঠতেই গেলেন এড়িয়ে। বললেন, অর্জুন ছিল কি না দেখিনি। তবে খোঁচা দিতে ছাড়েননি। বলেন, কে সাদা কে কালো মানুষ বুঝছে। আমার সঙ্গে দলের ঝান্ডা রয়েছে।
প্রসঙ্গত তৃণমূল কর্মী ভিকি যাদব খুন হওয়ার পর থেকেই সোমনাথ-অর্জুনের কোন্দল প্রকাশ্যে চলে আসে। ভিকি যাদব খুনে জড়িত সন্দেহে ২১ ডিসেম্বর অর্জুন সিংয়ের ভাইপো পাপ্পু সিংকে পুলিশ গ্রেফতার করে। ভিকি খুনে অন্যতম অভিযুক্ত পঙ্কজ সিংয়ের সঙ্গে সোমনাথ শ্যামের ছবি দিয়ে অর্জুন অনুগামীরা সোমনাথ শ্যামকে গ্রেফতারির দাবিতে মিছিল করে।
অন্যদিকে, ভিকি যাদবের খুনের ঘটনায় পলাতক অভিযুক্তের সঙ্গে অর্জুন সিং পুত্র তথা ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংহের ছবি প্রকাশ্যে এনেছিলেন সোমনাথ শ্যাম। অর্জুনের দাবি, ওই ছবি কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে।
এ নিয়ে সোমনাথ শ্যামের পাল্টা যুক্তি,অর্জুন অপরাধীদের গাড়িতে নিয়ে যে ঘুরে বেড়াচ্ছেন, তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ করলে ভালো হবে।সোমনাথ আরও বলেন অর্জুনের বিরুদ্ধে সব প্রমাণ পুলিশের কাছে দিয়েছি,ওর সময় ঘনিয়ে এসেছে।
এদিকে বৈঠকের মাঝ পথেই বেরিয়ে যাওয়া নিয়ে অর্জুন সিংয়ের বক্তব্য , এখানে মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রস্তুতি বৈঠক চলছিল । তাই এসেছিলাম। সোমনাথের সঙ্গে দ্বন্দ্ব প্রসঙ্গে অর্জুন বলেন,আমার রাজনৈতিক জীবনে এই ধরনের দ্বন্দ্ব কখনও দেখেনি। দলের বিষয়টি দেখা উচিত। আমি বিজেপির সাংসদ কিনা,সেটা মুখ্যমন্ত্রী-ই বলবে।তৃণমূলের বারাকপুর-দমদম সাংগঠনিক জেলার সভাপতি যদি হস্তক্ষেপ করতেন তাহলে এই বিতর্ক এবং দ্বন্দ্ব এড়ানো যেত। তাই,দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টি দেখে যা ব্যবস্থা নেওয়ার নেবেন।