রাজীবকে DGP বানিয়ে সারদার প্রমাণ লোপাটের পুরস্কার দিলেন মমতা! তীব্র আক্রমণে শুভেন্দু অধিকারী !
রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন রাজীব কুমার(Rajeev Kumar) । কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে ডিজি করার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। একটা সময়ে কলকাতার পুলিশ কমিশনার রাজীবকে নিয়ে বিতর্ক কম হয়নি। এ বার সেই আইপিএস অফিসারকে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে নিয়োগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার সারদা মামলায় নাম জড়ানো দাগী আসামিকে কেন রাজ্য পুলিশের শীর্ষ পদে বসানো হল, তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজীব কুমারের বিরুদ্ধে ঝুলে থাকা মামলা যাতে আবার সুপ্রিম কোর্টে ওঠে, তার ব্যবস্থা তিনি করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা।
শুভেন্দু সেই অভিযোগকেই আবার টেনে এনেছেন। তাঁর দাবি, রাজীব সেই সময় সারদা মামলার মমতা ব্যানার্জীকে বাঁচাতে একাধিক নথি নষ্ট করেছিলেন বলেই CBI মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছতে পারেননি। বিরোধী দলনেতার আরও দাবি, রাজীবকে রাজ্য পুলিশের ডিজি করা হল তারই ‘নিউ ইয়ার রিটার্ন গিফ্ট’! শুভেন্দুর বলেন , সারদার তথ্যপ্রমাণ নষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও বাইরে থাকার সুযোগ করে দিয়েছেন রাজীব কুমার। তিনি তার প্রতিদান দিচ্ছেন।
রাজীব-মামলা ফের আদালতের নজরে আনার হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সিবিআইকে বলব, সুপ্রিম কোর্টে মামলা কেন উঠছে না,কেনো মামলা পেন্ডিং আছে। এই মামলা যাতে সুপ্রিম কোর্টে ওঠে, তার জন্য আমাদের পক্ষ থেকে যা করার করব।
A person who was wilfully absconding to evade arrest and according to the Hon’ble Solicitor General of India has ‘suppressed relevant materials during probe’ to protect the vested interests of the high & mighty of WB Govt, has been duly awarded by the “Principal Beneficiary of… pic.twitter.com/fbhgDU8wja
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 27, 2023
নিজের এক্স হ্যান্ডলের পোস্টেও শুভেন্দু লিখেছেন, রাজীবকে কলকাতা হাই কোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছিল এই শর্তে যে, তিনি তদন্তে সব রকম সহযোগিতা করবেন। তা না হওয়ায় সিবিআই অন্তর্বর্তী জামিন প্রত্যাহারের আবেদন করেছিল সুপ্রিম কোর্টে। সেই মামলা শীর্ষ আদালতে এখনও ঝুলছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য ,যাঁর ভাবমূর্তি নিয়ে এত প্রশ্ন রয়েছে, তাঁকে রাজ্য পুলিশের শীর্ষ পদে বসানো সত্যিই দুর্ভাগ্যজনক।’ বিরোধী দলনেতার প্রশ্ন,শীর্ষ আদালতের কোনও নির্দেশে যদি আইনি বিপাকে পড়েন ডিজি, তা কি রাজ্যের পক্ষে সুখকর হবে?
প্রসঙ্গত কলকাতা পুলিশের CP থাকাকালীন একাধিক বিতর্কে নাম জড়িয়েছিল রাজীব কুমারের । ২০১৩ সালে সারদা অর্থ লগ্নি সংস্থার মামলায় তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল ‘সিট’ গঠন করে রাজ্য।সেই ‘সিট’-এর দৈনন্দিন কাজকর্ম দেখার দায়িত্বে ছিলেন রাজীব কুমার। উলেখ্য ২০১৩ সালে সারদাকাণ্ডে তৃণমূলের তৎকালীন সাংসদ এবং বর্তমানে দলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে গ্রেফতার করেছিলেন তিনি। কিন্তু ২০১৯ সালে সেই সারদা মামলাতেই রাজীবকে অভিযুক্ত করে তাঁর বিরুদ্ধে তদন্তে নামে সিবিআই। তাঁর বিরুদ্ধে সারদা মামলার তথ্য ধ্বংসের অভিযোগ ওঠে। সেই সময় কলকাতা হাই কোর্ট থেকে আগাম জামিনও নিতে হয়েছিল রাজীব কুমারকে । সে বছরের ফেব্রুয়ারিতে রাজীবকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁর বাসভবনে যায় সিবিআই। এর প্রতিবাদে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্না দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি।