বাংলায় জোটের ভবিষ্যৎ কি ? বিজেপির বিরুদ্ধে কি একা লড়বে তৃণমূল? জল্পনা বাড়ালেন মমতা নিজেই
বাংলায় জোটের ভবিষ্যৎ কি? রাজ্যে তৃণমূল কংগ্রেস কি একা লড়াই করবে? বাংলায় কি ইন্ডিয়া জোট হবে না? জোটের ভবিষ্যৎকে আরও উসকে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। উত্তর ২৪ পরগনার চাকলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সভা করলেন। সেখানেই INDIA জোটের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।
এই রাজ্যের জোট হবে কি? জোট হলে কতগুলো আসন কে কাকে ছাড়বে? তাই নিয়ে জল্পনা চলছিল। কংগ্রেস ও তৃণমূলের মধ্যে জোটের সম্ভাবনা সাময়িকভাবে দেখা গিয়েছে। সেখানে আসন জল্পনা নিয়েও চর্চা শুরু হয়েছে। তবে সেই জল্পনাকে উসকে দিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বক্তব্য রাখার সময় বলেন, সারা দেশে ইন্ডিয়া থাকবে। বাংলায় তৃণমূল কংগ্রেস একাই লড়াই করবে। কারণ,একমাত্র তৃণমূলই পারে বিজেপিকে শিক্ষা দিতে। সারা ভারতকে পথ দেখাতে। এই বক্তব্য ঘিরে রীতিমত চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তাহলে তৃণমূল নেত্রী বাংলায় কি নিজেই জোট চাইছেন না? না কী বিজেপি সঙ্গে রাজ্যে মুখোমুখি লড়াই করতে চাইছেন?
প্রসঙ্গত ইন্ডিয়া(INDIA) জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আসন বন্টন নিয়ে কথা বলেছিলেন। জানুয়ারি মাসের মধ্যে ইন্ডিয়া জোট সারা দেশে আসন বন্টন সেরে ফেলুক। আসন বন্টনের বিষয়ে জোটের অন্যান্য সঙ্গীরাও পক্ষেই মতামত দিচ্ছেন। কিন্তু বাংলায় জোটের ভবিষ্যৎ কি? তাই নিয়ে প্রশ্ন উঠছিল।
পশ্চিমবঙ্গে সিপিএম ও প্রদেশ কংগ্রেস তৃণমূলের সঙ্গে লোকসভা ভোটে জোট চাইছে না। তৃণমূল কংগ্রেস বরাবর বিরোধীদের উপর আক্রমণাত্মক। রাজ্য সিপিএম কোনওভাবেই মমতার তৃণমূলের সঙ্গে জোট করবে না।সাংবাদিক বৈঠক করে স্পষ্ট এই বার্তা দিয়েছেন মহম্মদ সেলিমরা।
তবে তৃণমূলের সাথে জোট নিয়ে প্রদেশ কংগ্রেস এই মুহূর্তে কিছুটা নমনীয়। রাহুল গান্ধীর সঙ্গে অধীর চৌধুরীরা দিল্লিতে আলোচনায় বসেছিলেন। কংগ্রেসকে রাজ্যে দুটি জয়ী আসন দক্ষিণ মালদা ও বহরমপু ছেড়েও দেবে তৃণমূল। যদিও কংগ্রেস দাবি করছে সাতটি লোকসভা কেন্দ্রে তাদের দলের যথেষ্ট শক্তি রয়েছে। সেখানে তারা লড়াই করবে। তৃণমূলের পক্ষ থেকে রায়গঞ্জ আসনটি কংগ্রেসকে ছাড়া হতে পারে।
রাজ্যে একাই লড়বে তৃণমূল? বাংলার ৪২ টি লোকসভা আসনের বন্টন সূত্র কী হবে? জোট কোথায় কোথায় আসন সমঝোতা করবে? তাই নিয়ে চর্চা তুঙ্গে। তবে মমতা এদিন যথেষ্ট ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। বাংলায় তিনি জোট করতে চাইছেন না ? এমন মতামত তাঁর বক্তব্যে উঠে আসছে।
তবে এই জোটের জল কোন দিকে গড়ায় সেদিকেই এবার নজর থাকবে সবার।