পশ্চিমবঙ্গে বিজেপি (BJP) ক্ষমতায় আসলে ৪৫০ টাকায় গ্যাস দেওয়া হবে:শুভেন্দু অধিকারী !
পশ্চিমবঙ্গে বিজেপি (BJP) কে ক্ষমতায় আনলে রাজস্থান সরকারের মতো বাংলাতেও ৪৫০ টাকায় গ্যাস দেওয়া হবে। পূর্ব মেদিনীপুরের মন্দারমনিতে বিজেপির সভা থেকে প্রতিশ্রুতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ।
এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, শিল্প-কর্মসংস্থান বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা যতদিন ক্ষমতায় এ রাজ্যে শিল্প আসবে না। বিজেপির রাজস্থান সরকারের মতো বাংলাতেও ৪৫০ টাকায় গ্যাস দেওয়া হবে। বাংলায় বিজেপিকে আনলে শিবরাজ সিংহ চৌহানের মতো ‘লাডলি বহেন’ প্রকল্প শুরু হবে। বিজেপিকে ক্ষমতায় আসলে প্রথমেই রাজ্যের ৩০ লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে আর ৬ লক্ষ বিলুপ্ত পদ কে আবার ফিরিয়ে আনা হবে !
শুক্রবার বুথ কর্মী সম্মেলনে চাঞ্চল্যকর দাবি করেছেন শুভেন্দু অধিকারী। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগারের বহু আগেই থমকে যায় বিজেপির রথ। ৭৭টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের। শনিবার, পূর্ব মেদিনীপুরের কাঁথি বিধানসভার বুথ কর্মীদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়। সেই সভায় বিরোধী দলনেতা অভিযোগ করেন, একুশের বিধানসভা ভোটে, গণনাকর্মী হিসেবে থাকা আইপ্য়াকের নীল রঙের ব্যাচ পড়া লোকেরা ভুয়ো শিক্ষাকর্মী দিয়ে ভোট লুঠ করা হয়েছে। ভোট লুঠ না হলে, সরকার বিজেপিই গড়ত।৬৩ টা বিধানসভা কেন্দ্র আছে, যেখানে আমরা সামান্য ভোটে হেরেছি। তার কারণ গণনায় কারচুপি।সেই গণনাকর্মীদের সঙ্গে যোগসাজশ করে আমাদের গণনাকেন্দ্রে ৩০-৪০টার বেশি আসন গণনাতেই লুঠ করেছে।
পাশাপাশি এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন শুভেন্দু অধিকারী বলেন এই রাজ্য়ে তৃতীয়বারের তোলামূল সরকার,তাদের যা দুর্গন্ধ বেরোচ্ছে, চুরি-দুর্নীতি সামনে আসছে, তাতে এই সরকারকে টিকিয়ে রাখার ক্ষমতা ভূভারতে কারও নেই।