তৃণমূলের বিরুদ্ধেই রাজ্যে কংগ্রেস লড়বে,দাবি অধীরের !কংগ্রেস বিজেপির দালাল:তোপ কুনালের !
আগামী লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই লড়াই করবেন কংগ্রেস নেতা, সাংসদ অধীর চৌধুরী। কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে জোট নিয়ে একাধিক বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন সমঝোতা নিয়েও বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।তাহলে প্রদেশ কংগ্রেস কি জোট চাইছে না রাজ্যে?
মূলত অধীর চৌধুরী তৃণমূলের সঙ্গে রাজ্যে জোট চাইছেন না।তার বক্তব্য তিনি সব সময় তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করেছেন এবং লড়াই করেই নির্বাচনে জিতেছেন। এবারও সেই লড়াই করেই নির্বাচনে জিততে চান অধীর চৌধুরী।
বহরমপুরের এক সাংবাদিক সম্মেলনে সাংসদ অধীর চৌধুরী বলেন, লড়াই করেছি,লড়ছি এবং ভবিষ্যতেও লড়ব। মালদা , মুর্শিদাবাদ জেলাতে আমরা একবার নয়, বারবার পরাজিত করেছি তৃণমূলকে। সারা বাংলাতে যেখানে কংগ্রেস আছে, সেখানে কংগ্রেস লড়াই করবে এবং জয়ী হবে।
তাহলে INDIA জোটের এই দুই শরীক কি বাংলায় জোট চাইছেন না ? সাংসদ অধীর চৌধুরী বলেন, বাংলায় কংগ্রেস লড়াই করছে তার মতো। তৃণমূল কোথায় আসন সমঝোতা নিয়ে আলোচনা করছে সেটা তার ব্যাপার। তৃণমূল দল লোকসভা নির্বাচন নিয়ে ঘোষণা করে দিয়েছে বিজেপির বিরুদ্ধে দেশে তারা এক, কিন্তু রাজ্যে তারা এক নয়। এগুলোতে আমাদের কিছু যায় আসে না।
তাহলে INDIA জোট নিয়ে আগামী দিনে রাজ্যে কীভাবে এগোনো হবে? অধীর চৌধুরী বলেন, আমরা আমাদের প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছি। কে আমাদের সঙ্গে আসবে বা যাবে , তার আমরা ভাবধারী না। মুর্শিদাবাদ জেলাতে আমরা তৃণমূল এবং বিজেপি দুটোকেই পরাজিত করব।
মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অধীর চৌধুরী আরও বলেন,দিদিই তো দিদিমগিরি করে জোটের সম্ভাবনাকে নস্যাৎ করে দিয়েছেন।মমতা নিজেই জোট চাইছেই না। জোট করতে গেলে তার অসুবিধা অনেক। এক্ষেত্রে আমাদের কিন্তু কোনও আপত্তি নেই, কোনও মাথাব্যাথা নেই। এই বাংলাতে কংগ্রেস তার নিজস্ব ক্ষমতা নিয়ে লড়াই করবে। তাহলে বাংলায় INDIA জোটের ভবিষ্যৎ কী? সেই প্রশ্ন থেকেই গেলো।
এদিকে তৃণমূল কি কংগ্রেসের সঙ্গে জোট করবে, এই প্রশ্নের উত্তরে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, আসন ভাগাভাগি নিয়ে তাদের কাছে সর্বশেষ কোনও তথ্য নেই। পুরো বিষয়টি নিজেই দেখছেন তৃণমূল সুপ্রিমো । তিনিই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং সঠিক সময়ে জানাবেন।
বাংলার কংগ্রেসকে বিজেপির দালাল বলে কুণাল ঘোষ কংগ্রেসের দিকে অভিযোগ তুলে বলেন ,২০২১-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের বড় ক্ষতি করেছিল কংগ্রেস,যে কারণে বিজেপি উপকৃত হয়েছিল। কংগ্রেস ও সিপিএম যৌথভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় ভোট পেয়েছে বিজেপি। উল্টে বিজেপিকে পরাজিত করার লক্ষ্য নিয়ে ২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূল কংগ্রেস।
#WATCH | On seat sharing in INDIA alliance, TMC leader Kunal Ghosh says, “Till now, we have no latest information. Our supremo Mamata Banerjee is looking after the process. She will make the final decision, and she will inform at the proper time. You’ll see there is a clear… pic.twitter.com/ZBytGNpzfj
— ANI (@ANI) December 31, 2023