রেশন দুর্নীতি মামলায় ইডি -এর হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য!
প্রায় সাড়ে ১৭ ঘণ্টা তল্লাশির পর রেশন দুর্নীতি মামলায় ইডি -এর হাতে গ্রেফতার উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। রাত্রি সাড়ে বারোটা নাগাদ শঙ্করকে গ্রেফতার করে ইডি। ইডি সূত্রে খবর, তাঁর শ্বশুরবাড়ি থেকে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে আট লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। ইডির দাবি, নথিপত্র ঘেঁটে লেনদেন সংক্রান্ত যে সকল তথ্য পাওয়া গিয়েছে তা সন্দেহজনক। তাঁকে কলকাতায় সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে বলে ইডি সূত্রে খবর। শনিবার তাঁকে আদালতে পেশ করবে ইডি।
ইডি সূত্রে খবর, রেশন বণ্টন দুর্নীতির মামলাকে কেন্দ্র করেই ei তল্লাশি। শঙ্করকে গ্রেফতার করে তাঁর বাড়ি থেকে বার হওয়ার সময় ইডির গোয়ন্দাদের গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা। সেই সঙ্গে ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে চলতে থাকে লাগাতার গালিগালাজ। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে ইট ছুঁড়ে মারা হয়। উত্তেজিত ভিড় সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। বারবার গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করে শঙ্করের অনুগামীরা।
প্রসঙ্গত, শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনায় দুই তৃণমূল নেতার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, শঙ্কর এবং শাহজাহান, দু’জনেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (বালু)-র ‘ঘনিষ্ঠ’। ইডি সূত্রে খবর, রেশন বণ্টন দুর্নীতির মামলাকে কেন্দ্র করেই ওই দুই জায়গায় হানা দিয়েছে ইডি।সকাল সাড়ে সাতটা নাগাদ বনগাঁর শিমুলতলায় শঙ্করের শ্বশুরবাড়িতে হানা দেয় ইডি।একই সময়ে অন্য একটি দল সন্দেশখালিতে শাহজাহানের বাড়ির কাছে পৌঁছে যায়। শঙ্করের শ্বশুরবাড়িতে প্রায় এক ঘণ্টা সেখানে তল্লাশি অভিযান চলে। পরে তাঁর বাড়িতেও যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সাত জন আধিকারিক। এর পর ফের তাঁর শ্বশুরবাড়িতে যায় ইডির একটি দল। সেখানে রাত সাড়ে ন’টা পর্যন্ত তল্লাশি চালান তারা। ইডি সূত্রে দাবি, শঙ্করের শ্বশুরবাড়ি থেকে প্রায় সাড়ে আট লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এর পরেই ফের শঙ্করের বাড়িতে আসনে ইডির গোয়েন্দারা সেখান থেকেই রাত সাড়ে ১২টা নাগাদ গ্রেফতার করা হয় তাঁকে।