শিক্ষা নিয়োগ দূর্নীতির চারটি মামলায় নাম জড়ালো পার্থর,চূড়ান্ত চার্জশিট পেশ সিবিআই এর !
নিয়োগ দুর্নীতির চারটি মামলার তদন্ত শেষ করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন।শিক্ষা দুর্নীতির চারটি মামলায় একসঙ্গে চূড়ান্ত চার্জশিট দিচ্ছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, আরও একটি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রত্যক্ষ ভূমিকা উঠে এসেছে। চার্জশিটে তার নামও উল্লেখ থাকতে চলেছে।
সিবিআই সূত্রের খবর, চূড়ান্ত চার্জশিটে একাধিক এজেন্টদের নাম থাকছে। নবম-দশম নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ ৭ জনের নাম রয়েছে।সিবিআই সূত্রে খবর, এগুলি এই মামলায় নতুন নাম। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এই মামলাতেই গ্রেফতার হয়েছিলেন। সিবিআই সূত্রের খবর,SSC র একটি মামলার চার্জশিটে শিক্ষা দফতরের আধিকারিকের নাম রয়েছে। এর আগে সাক্ষী ছিলেন, এমন তিন জনকে নতুন চার্জশিটে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে।আগামী সপ্তাহে প্রাথমিকের নিয়োগ দূর্নীতির মামলার চূড়ান্ত চার্জশিট পেশ হতে পারে বলে CBI সূত্রে জানা গিয়েছে।
উচ্চ আদালত নির্দেশ দিয়েছিলো , জানুয়ারির নির্দিষ্ট তারিখের মধ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শেষ করতে হবে। সেই নির্দেশ মেনে সোমবার চার্জশিট জমা করছে সিবিআই(CBI)।
শিক্ষা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতার বড়বাজার, মানিকতলা, আলিপুর, গণেশচন্দ্র অ্যাভিনিউ, নারকেলডাঙা সহ মোট ১০ টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি(ED)। সেখান থেকেই আর্থিক লেনদেন সহ প্রায় ৩ হাজার পাতার নথি সঙ্গে রয়েছে ১৪ টি মোবাইল, নগদ টাকা ,জমির দলিল, ৪ টি ল্যাপটপ, বেশ কয়েকটি হার্ড ডিস্ক উদ্ধার করেছে কেন্দ্রীয় এজেন্সি।
নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে ইতিমধ্যেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। চুনোপুটি থেকে রাঘববোয়াল তদন্তকারীদের র্যাডারে ধরা পড়েছে অনেকেই।ইতিমধ্যে ইডি দাবি করেছে, নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে যে মোবাইলগুলি বাজেয়াপ্ত করা হয়েছে সেখান থেকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের খোঁজ মিলেছে,যে গ্রুপের অ্যাডমিন ছিলেন ধৃত অয়ন শীল। রাজ্যের মন্ত্রী থেকে বিধায়ক সহ একাধিক তৃণমূল নেতা বর্তমানে জেলে রয়েছে। সেই প্রেক্ষিতে দুর্নীতি প্রসঙ্গে সিবিআইয়ের(CBI) চূড়ান্ত চার্জশিটে আরও নতুন কোনও তথ্য রয়েছে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সবাই ।