২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতের জন্য অসামান্য খেলায় অর্জুন পুরস্কার পেলেন মহম্মদ শামি!
ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অর্জুন পুরস্কার পেলেন ভারতের তারকা ক্রিকেটার । আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স দেখেছে গোটা বিশ্ব। ক্রিকেট বিশ্বকাপে তাঁর দূর্দান্ত বোলিংয়ের জন্য় অর্জুন পুরস্কারের জন্য় তাঁর নাম মনোনিত করেছিল বিসিসিআই(BCCI)। এবার সেই মনোনয়নের জন্য় তিনি অর্জুন পুরস্কার পেলেন। পুরস্কার পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন মহম্মদ সামি।
এবার বিশ্বকাপে মহম্মদ সামি মাত্র ৭ টা ম্যাচ খেলে মোট ২৪টা উইকেট নিয়েছেন। যার মধ্যে রয়েছে তিনবার পাঁচ উইকেট পাওয়ার কৃতিত্ব । বিশ্বকাপের প্রথম থেকে তিনি দলের সঙ্গে থাকলেও ৩ ম্যাচ পরে শুরু করে তিনি সবথেকে বেশি উইকেট নিয়েছেন তিনি । সবাই যখন মনে করেছিল মহাম্মদ সামি শেষ,ঠিক সেই সময় তাঁর দুর্দান্ত ফিরে আসা অনেককে চমকে দিয়েছে। বিশ্বকাপের পর অবশ্য তিনি চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন।
অর্জুন পুরস্কার পেয়ে মহাম্মদ সামি সংবাদ মাধ্যমকে বলেন, জীবনের এই মুহূর্তটা বর্ণনা করা কঠিন। আমি একটাই কথা বলতে চাই, স্বপ্ন আজ সত্যি হল। এটা আমার জীবনের সবথেকে বড় সাফল্য এবং কঠোর পরিশ্রমের ফল। আমি নিজেকে পুরো ফিট রেখে ভারতের ক্রিকেটকে আরও কিছু দিতে চাই।’
উলেখ্য এই ২০২৩ বিশ্বকাপে মহাম্মদ সামি সুযোগ পান হার্দিক পাণ্ডে চোট পাওয়ায়। তার আগে তিনটে ম্যাচে তাঁকে দলে নেওয়া হয়নি।এরপর মহাম্মদ সামি নিজের সেরাটা দেওয়া শুরু করেন ও শীর্ষে থেকে শেষ করেন। আগামী টি-২০ বিশ্বকাপেও তাই তাঁকে দেখতে চাইছেন তার প্রিয় সমর্থকরা।