উত্তর২৪পরগনার বনগাঁ ও সন্দেশখালির ঘটনা নিয়ে এ বার রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে মঙ্গলবার এ কথা জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই(PTI)।
ED র ওপর হামলার ঘটনার ৪ দিন পর সন্দেশখালির ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্র সরকার । রাজ্যে তদন্ত করতে এসে কেন আক্রমণের শিকার হতে হল ইডিকে? রাজ্য পুলিশ কি কোনও ব্যবস্থা নেয়নি? এসব বিষয় জানতে চেয়ে রাজ্যকে চিঠি পাঠালো অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক।
গত শুক্রবার তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি সন্দেশখালিতে গিয়ে আক্রমণের মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় CRPF জাওয়ানরা। এর আগে শেখ শাহজাহানের বাড়িতে কাউকে ডাকাডাকি করেও সাড়া মেলেনি। এরপরেই তালা ভাঙতে গেলে কিছু উন্মত্ত জনতা আক্রমণ করেন CRPF সহ ইডি আধিকারিকদের।
ওই হামলায় তিন জন ইডি কর্তা জখম হন । তাঁদেরকে হাসপাতালে ভর্তি করাতে হয়। এর পরে ইডির তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, উন্মত্ত গ্রামবাসীরা তাদের অফিসারদের খুন করার চেষ্টা করেছিল। সন্দেশখালির পর বনগাঁতেও শুক্রবার রাতে প্রাক্তন পুরপ্রধান তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে গ্রেফতারের পরে তাঁর বাড়ি থেকে বেরোনোর সময় স্থানীয় বাসিন্দারা ইট-পাথর নিয়ে আক্রমণ করেন ইডি কর্তাদের গাড়িতে ।
ইডি অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস মারাত্মক উদ্বেগ প্রকাশ করেছেন। সন্দেশখালি কাণ্ড নিয়ে রাজ্য বিজেপির তরফে হাই কোর্টেও একটি মামলাও দায়ের করা হয়েছে।
এই ঘটনার পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে আগেই জানিয়েছিলেন শুভেন্দু । ঘটনার প্রায় চারদিন পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নবান্নে রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছে । বিস্তারিত রিপোর্ট জানতে চেয়ে জবাবদিহি করতে বলা হয়েছে রাজ্য সরকারকে ।