মলদ্বীপের সবচেয়ে কাছের বন্ধু চিন! শি জিনপিংয়ের পাশে দাঁড়িয়ে বললেন মলদ্বীপের ভারত বিরোধী প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু!
চিনপন্থী মলদ্বীপের (Maldives) প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুকে (Mohamed Muizzu) যে ভারত পছন্দ করছে না, তা আগেই বুঝিয়ে দিয়েছিল দিল্লি (Delhi)। সূত্রের খবর চিন (China) সফরের আগে মলদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার পরে ভারত সফরের জন্য আবেদন করেছিল মলদ্বীপের প্রেসিডেন্টের অফিস। কিন্তু মুইজ্জু বেজিং ঘেঁষা মনোভাবের জন্য ভারতের তরফে এখনও পর্যন্ত অনুমোদন মেলেনি।এবার চিন সফরে গিয়ে তিনি যে চিন ঘেঁষা তার প্রমাণ দিলেন প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু।
পাঁচ দিনের চিন সফরের তৃতীয় দিনে বুধবার জিনপিংয়ের সঙ্গে রাজধানী বেজিংয়ে বৈঠক করেন প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। আলোচনায় মুইজ্জু বলেন, বেজিংকে তাঁদের পুরনো এবং নিকটতম মিত্র,মলদ্বীপের উন্নয়নের ক্ষেত্রে চিন অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার।’’মুইজ্জু জানান করোনাপর্বের আগে চিন ছিল তাঁদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য সহযোগী। প্রসঙ্গত, সমাজমাধ্যমে ‘বয়কট মলদ্বীপ(#boycottmaldwip)’-এর ঠেলা সামলাতে হিমশিম খাচ্ছে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্র। আগে থেকেই মলদ্বীপে ঘুরতে যাওয়ার বিমান-হোটেলে টিকিট বুক করে রাখার পরেও তা বাতিল করে চলেছেন একের পর এক ভারতীয় সংস্থা। এই পরিস্থিতিতে চিন সফরে গিয়ে মঙ্গলবার মুইজ্জু চিনা সরকারের কাছে পর্যটক চেয়ে ‘দরবার’ করেছিলেন।
মলদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে ‘চিনপন্থী’ নেতা তথা ‘পিপল্স ন্যাশনাল কংগ্রেস’-এর প্রধান প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক ভারত বিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন। যা নিয়ে নয়াদিল্লি-মালে টানাপড়েন তৈরি হয়েছে।
এর মাঝে সম্প্রতি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষা দ্বীপে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরের বেশ কিছু ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়।এই ছবি নিয়ে মলদ্বীপের তিন মন্ত্রী মালশা শরিফ,মরিয়ম শিউনা ও মাহজ়ুম মাজিদ নরেন্দ্র মোদীকে ‘পুতুল’ এবং ‘জোকার’ বলে মন্তব্য করেন।একই সঙ্গে ভারত-ইজ়রায়েলের সম্পর্ক নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়। এর পরে বিতর্কের মুখে পোস্টগুলি মুছে দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত মলদ্বীপের বিরোধী নেতাদের চাপের মুখে এই তিন বিতর্কিত মন্ত্রীকে সাসপেন্ড করতে বাধ্য হন প্রেসিডেন্ট মুইজ্জু।এবার চিনে গিয়ে তিনি যে ভারত বিরোধী চিন ঘেঁষা তার প্রমাণ দিলেন প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু।