দিন শেষে কি ব্যর্থ হলো ইডি (ED) র তল্লাশি!তল্লাশি শেষে হুংকার সুজিত-তাপসের !
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইডি (ED) শুক্রবার দিনভর দমকল মন্ত্রী সুজিত বোসের বাড়িতে তল্লাশি চালিয়েছে। প্রায় ১৪ ঘণ্টা অভিযান শেষে ইডি (ED) র আধিকারিকরা মন্ত্রীর বাড়ি থেকে বেরনোর পর নিজে বাইরে বেরিয়ে আসেন সুজিত বসু । এরপর শ্রীভূমি স্পোর্টিংয়ে এসে সেখানেই সাংবাদিকদের সামনে প্রথম প্রতিক্রিয়া দেন সুজিত বসু ।
এদিন শুক্রবার সকাল ৬টা ৪০ নাগাদ সুজিতের বাড়িতে ইডি (ED) র দল গিয়েছে, এই খবর প্রকাশ্যে আসতেই মুখর হন বিজেপি নেতারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র কটাক্ষের সুরে ব্যাগ গুছিয়ে শীতপোশাক প্রস্তুত রাখার পরামর্শ দেন সুজিত বসু ও তাপস রায়কে ।
সুজিতের বাড়ি থেকে ইডি (ED) বেরিয়ে যেতেই বিজেপিকে জবাব দিলেন দমকলমন্ত্রী। সেখানে নাম করে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে। সুজিত বসু বলেন, ‘একটা কথা আপনারা মনে রাখবেন, কর্মক্ষেত্রে যদি কেউ এক পয়সা সুজিত বসুকে দিয়ে থাকেন, আজকেই পদত্যাগপত্র মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবো ।
প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি শেষে বেশ কিছু নথি ছাড়াও সুজিত বসুর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ইডি (ED)। এ কথা জানিয়ে অসন্তোষ প্রকাশ করেন সুজিত বসু । তাঁর দাবি, তিনি দমকলের মতো গুরুত্বপূর্ণ এবং জরুরি বিভাগের মন্ত্রী। তাই তাঁর ফোন অত্যন্ত জরুরি । কিন্তুফোনটি তাঁকে দিয়ে যায়নি ইডি । প্রয়োজনে ইডির তদন্তে পরিবারের সকলে মিলেই সমস্ত রকম সহায়তা করবেন বলে জানিয়েছেন সুজিত বসু।
এদিকে ইডি (ED) র আর এক তল্লাশি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের বিধায়ক তাপস রায় বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনও দুর্নীতির সঙ্গে ছিলাম না,আজও নেই। আমায় সব সাংবাদিকেরা চেনেন। আপনারা কিছু দিন অপেক্ষা করুন সব বের হয়ে আসবে।
ইডি (ED)তল্লাশি চলাকালীন বাড়িতে তাপস রায়ের স্ত্রী ও মেয়েও ছিলেন। ইডি আধিকারিকেরা স্ত্রী, মেয়েকে যা জিজ্ঞাসা করেছেন, তাঁরা সেগুলোর জবাব দিয়েছেন।