উত্তরপ্রদেশেও পিসি-ভাইপো চলেনি, বাংলাতেও চলবেনা ! I.N.D.I.A বৈঠকের দিনে খোঁচা অনুরাগ ঠাকুরের !
আজ নরেন্দ্র মোদির প্রতিপক্ষ ইন্ডিয়া (‘I.N.D.I.A’) জোটের ভার্চুয়াল বৈঠক।এই বৈঠকে যোগ না দেওয়ার সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের । এদিকে কয়েকমাস পরেই লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। তার আগে একের পর এক তৃণমূলের হেভিওয়েটদের বাড়িতে ED র হানায় জেরবার শাসকদল।
নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যখন একযোগে সরব হচ্ছেন বিরোধী জোটে সবাই, তখনই বাংলায় ছবিটা অনেকটাই আলাদা। বাংলায় বিরোধী জোটের রাজনৈতিক দলগুলির সঙ্গে তৃণমূলের সমঝোতা আদৌ টিকে আছে কিনা তা নিয়ে অনেক আগেই প্রশ্ন তুলেছেন দেশের প্রধানমন্ত্রী মোদি।
জোট ছাড়াও, তৃণমূলের আদি-নব্য ইস্যুতে গত কিছু দিন ধরেই বিতর্কের ঝড় উঠেছে তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরে। এদিন কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসের সেই দুর্বল অংশেই আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ।
প্রসঙ্গত উনিশের ভোটের প্রেক্ষাপট মনে করিয়ে উত্তরপ্রদেশে, ‘বুয়া-বাবুয়া জোট’ (SP-BSP Allaince) তথা অখিলেশ-মায়াবতী জোট নিয়েও এর আগে কম কটাক্ষ করেনি গেরুয়া শিবির। আর এদিন ঠিক সেইখানেই নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ।
অনুরাগ বললেন,এই ইন্ডিয়া (‘I.N.D.I.A’) জোটের না আছে নেতা, না আছে নীতি। উত্তরপ্রদেশে যেমন পিসি-ভাইপো বেশিদিন চলেনি। পশ্চিমবঙ্গেও পিসি-ভাইপোর দুই শিবিরে লড়াই শুরু হয়ে গেছে। এই অহঙ্কারী দূর্নীতিবাজ জোট বেশিদিন টিকতে পারবে না।
অপরদিকে, এদিন অনুরাগ ঠাকুর বলেন, বাংলায় আইন-শৃঙ্খলার পরিস্থিতি চূড়ান্ত খারাপ । সারা দেশে যা হয় না, বাংলায় তা হয়। বাংলায় একটা বিশেষ ধর্মের মানুষকে নিয়ে তোষণের রাজনীতি চলছে।চোর দুর্নীতিগ্রস্তদের আশ্রয় দেয় পশ্চিমবঙ্গ সরকার।
উলেখ্য স্বামীজির জন্মদিনে বাংলার তরুণদের উদ্যোগে যুব উৎসবে অংশ নিতে কলকাতায় এসে তৃণমূলের সরকারকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) ।