প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় নাম নথিভুক্ত করতে বাধা মমতার !অভিযোগ জানিয়ে নবান্নে চিঠি শুভেন্দু অধিকারীর !
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় (Pradhan mantri ujjwala yojana) নাম নথিভুক্ত করতে পারছেন না পশ্চিমবঙ্গের নিম্ন আয়ের বাসিন্দারা। সুলভ মূল্যে রান্নার গ্যাস দেওয়ার এই কেন্দ্র সরকারের প্রকল্পে নাম নথিভুক্ত করাতে গেলে বলা হচ্ছে, রাজ্যে এই সুবিধা বন্ধ রয়েছে। এমনই অভিযোগ করে এ বার সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এই নিয়ে মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মঙ্গলবার চিঠির প্রতিলিপি তার এক্স হ্যান্ডলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
উক্ত চিঠিতে নন্দীগ্রামের বিধায়ক লিখেছেন যে,মমতা ভয় পেয়েছেন। রাজনৈতিক কারণেই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে । মমতা ব্যানার্জী মনে করছে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেলে রাজ্যের বাসিন্দরারা কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি দলের প্রতি ঝুঁকবেন। সেই কারণেই পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে রাজ্যবাসীকে বঞ্চিত করা হচ্ছে। চিঠির শেষে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারির সুরে উল্লেখ করেছেন যে, এ ব্যাপারে রাজ্য কোনও পদক্ষেপ না করলে,কি করে রাজ্যকে মানাতে হয় তিনি তাঁর মতো করে পদক্ষেপ করবেন।
শুভেন্দু অধিকারী আরও লিখেছেন, রান্নার গ্যাসের ডিস্ট্রিবিউটরদের সঙ্গে তিনি নিজে কথা বলে জানতে পেরেছেন যে,অজানা নির্দেশে জেলাশাসকেরা ডিস্ট্রিবিউটরদের মৌখিক নির্দেশ দিয়েছেন। নির্দেশে বলা হয়েছে যে, কোনও ভাবেই যেন উজ্জ্বলা যোজনার আবেদনপত্র যেনো কোনোভাবেই গ্রহণ না করা হয়।