জ্যোতিপ্রিয়কে ‘জ্যেঠু’ বলে ডাকেন ঋতুপর্ণা, তাঁর বাবা শঙ্কর আঢ্য বলছে, ‘চিনি না জ্যোতিপ্রিয়কে!’
রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে আদালতে ইডি(ED) দাবি করেছিল, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার মেয়েকে লেখা চিঠি থেকেই তাঁরা জানতে পেরেছেন শঙ্কর আঢ্য ও শেখ শাহজাহানের নাম। আর সেই সূত্র ধরে শঙ্কর শঙ্কর আঢ্য আপাতত ইডি(ED) হেফাজতে। কিন্তু এখনোও ধরা পড়েননি শাহজাহান। সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য শঙ্কর আঢ্য ওরফে ‘ডাকু’কে নিয়ে যাওয়া হয় বিআরসিং হাসপাতালে। সেখানে জ্যোতিপ্রিয়কে নিয়ে বিস্ফোরক দাবি করলেন শঙ্কর আঢ্য।
এ দিন, স্বাস্থ্য পরীক্ষার জন্য শঙ্করকে ইডি(ED) র অফিস থেকে বের করে গাড়িতে তোলার সময় চিঠির বিষয়ে জানতে চান সাংবাদিকরা। তখন এই তৃণমূল নেতা স্পষ্টতই বলেন, যে চিঠির ব্যাপারে তিনি কিছু জানেন না। এমনকী জ্যোতিপ্রিয় বা তাঁর মেয়েকে চিনি না এবং কোনওদিনই যোগাযোগ নেই। তবে যতই অস্বীকার করুন শঙ্করের মেয়ে ঋতুপর্ণা আঢ্যর ফেসবুক পোস্ট কিন্তু বলছে অন্যকথা। জ্যোতিপ্রিয় মল্লিকের জন্মদিনে আবেগঘন পোস্ট করেছিলেন শঙ্কর কন্যা ঋতুপর্ণা আঢ্য। তাহলে কী কিছু লুকোতে চাইছেন তাঁরা? প্রশ্ন থাকছেই ইডি(ED) র কাছে।
তবে যেকোনো দূর্নীতিতে গ্রেফতারির পর একে অপরকে ‘না চেনা’ বা ‘যোগাযোগ না থাকার’বিষয়টি এ এখানে নতুন নয়। রেশন দুর্নীতি কাণ্ডে জেরার সময় খোদ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুরকে চিনতে অস্বীকার করেছিলেন। অথচ ইডি দাবি করেছে, তল্লাশির সময়ে উদ্ধার হওয়া মন্ত্রীর একটি ডায়রিতে লেখা ছিল বাকিবুরের নাম। এবার সেই একই পথে হাঁটলো শঙ্কর আঢ্য? এর জন্যই হাইকোর্টে ইডি(ED) র আইনজীবিরা বলেছিলেন শঙ্কর আঢ্য তদন্তে সহযোগিতা করছেনা !