রামমন্দির উদ্বোধনের দিন মমতার ‘সম্প্রীতি মিছিলে’র বিরোধিতায় আদালতে শুভেন্দু অধিকারী!
অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনের দিন ২২ জানুয়ারির বাংলায় সম্প্রীতি মিছিলে র ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওই ‘সম্প্রীতি মিছিলে’র বিরোধিতা করে আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
সম্প্রীতি মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে কোলকাতা শুধু হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেনই না ,ওই দিন রাজ্যে আইনশৃঙ্খলা ঠিক রাখতে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও আর্জি জানালেন শুভেন্দু। তাঁকে মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি হরিশ ট্যান্ডনের সিঙ্গেল বেঞ্চ।
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরের উদ্বোধন, যাকে ঘিরে সাজ সাজ রব সারা দেশে । আসন্ন লোকসভা নির্বাচনের আগে রামমন্দির উদ্বোধনকে সামনে রেখে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি।হিন্দুবিরোধী বিরোধীদের অভিযোগ, রামমন্দিরকে রাজনৈতিক অনুষ্ঠানে পরিণত করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে ।
এই হিন্দু বিরোধিতাকে আরও উস্কে দিতে রামমন্দির উদ্বোধনের দিনই বাংলায় ‘সম্প্রীতি মিছিলে’র ঘোষণা করেন মমতা ব্যানার্জী । সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আগামী ২২ জানুয়ারি একটি মিছিল করব আমি, দলের প্রোগ্রাম। প্রথমে নিজে কালীঘাটের কালীমন্দিরে যাব। সেখানে মায়ের কাছে পুজো দিয়ে হাজরা মোড় থেকে সর্বধর্মের মানুষকে সাথে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে সভা করবো। মন্দির, মসজিদ, গুরুদ্বার, ওখানে অনেক গির্জাও রয়েছে, সব ছুঁয়ে যাব, সকলকে নিয়ে এই সভা করবো। তৃণমূলের সভা, তবে সাধারণ মানুষও এই সংহতি মিছিলে আসতে পারেন। প্রত্যেক জেলার ব্লকে ব্লকে বেলা ৩টেয় সম্প্রীতি মিছিলের ডাক দেন।
এর পরই, সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী বলেন মমতা ব্যানার্জী হলেন একজন হিন্দু বিদ্বেষী মহিলা।উনি রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে না গিয়ে রাম মন্দিরের বিরোধিতা করতে রাস্তায় লোক নামিয়ে দিচ্ছেন,এর ফলে একটা হিন্দু মুসলিম দাঙ্গার পরিস্থিতি তৈরী হয়েছে।পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বুধবার সকালেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী ।