কেন পাল্টাপাল্টি তুমুল হামলা চালাচ্ছে ইরান ও পাকিস্তান !কি অবস্থান নিলো ভারত !
আবার উত্তেজনা বাড়ছে এশিয়ার আকাশে।একে অপরের ভূখণ্ডে হামলা চালিয়েছে ইরান ও পাকিস্তান। প্রতিবেশী দুই দেশের মধ্যে এমন বৈরী পরিস্থিতির নজির নেই।এ অঞ্চলে দ্রুত উত্তেজনা বাড়ছে।
বালুচিস্তানে জঙ্গি সংগঠন জইশ অল অদলের ঘাঁটিতে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছিল ইরান। তা নিয়ে ইরানকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান জানিয়েছিল, এর ফল ভুগতে হবে। সেই সতর্কবার্তার এক দিন পরেই ইরানের উপর পাল্টা হামলা চালাল পাকিস্তান। আর তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে।
পাল্টাপাল্টি এ হামলার শুরু গত মঙ্গলবার। ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে হামলা চালিয়েছে ইরান। এতে দুই শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। তবে তেহরানের দাবি, তারা পাকিস্তানি ভূখণ্ডে শুধু ইরানি ‘সন্ত্রাসীদের’ ওপর হামলা চালিয়েছে। পাকিস্তানের কোনো নাগরিককে লক্ষ্যবস্তু করা হয়নি।
ইরানের হামলায় পাকিস্তানে দু’জন শিশুর মৃত্যু হয়েছিল বলে দাবি করেছিল ইসলামাবাদ। সূত্রের খবর পাকিস্তানের পাল্টা হামলাতেও ইরানের তিন জন শিশু এবং চার জন মহিলা নিহত হয়েছেন।
ওই হামলায় ক্ষুব্ধ হয় পাকিস্তান। দেশটির কর্তৃপক্ষের ভাষ্যমতে, ওই হামলা ‘পাকিস্তান ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।’
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, জইশ আল-আদল নামে একটি সুন্নি সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। এই গোষ্ঠী জইশ আল-ধুলম বা ‘ন্যায়বিচারের বাহিনী’ নামে ইরানে পরিচিত।
পাকিস্তান জানিয়েছে, ইরান পাকিস্তানি বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের ‘নিরাপদ আশ্রয়ে’ পরিণত হয়েছে বলে কয়েক বছর ধরে অভিযোগ করে আসছে ইসলামাবাদ। ওই যোদ্ধাদের দমনে বাধ্য হয়েই এই হামলা চালানো হয়েছে।
জইশ আল-আদল ইরান ও পাকিস্তানে সক্রিয়। এর আগে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার দায় স্বীকার করেছে তারা। এই গোষ্ঠীর চূড়ান্ত লক্ষ্য হলো ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের স্বাধীনতা।
উল্লেখযোগ্য যে, সোমবার ইরাকের কুর্দিস্তান এবং সিরিয়ায় ইজ়রায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের গোপন ডেরায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তানে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
কেন পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইরান ও পাকিস্তান!
ইরান জানিয়েছে, তাদের হামলার ‘আসল’ উদ্দেশ্য ছিল জইশ অল অদলের ঘাঁটি ধ্বংস করা। ২০১২ সালে তৈরি হওয়া ওই সুন্নি গোষ্ঠীকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করেছিল ইরান।
২০১৫ সালে ইরানের আট সীমান্তরক্ষীকে হত্যার দায় স্বীকার করে জইশ আল-আদল। ২০১৯ সালে সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ইরানের সেনাবাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসে আত্মঘাতী হামলা হয়। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছিলেন। ওই হামলায় দায়ও স্বীকার করেছিল জইশ আল-আদল।
আর তাই জইশ অল অদল সংগঠনের ঘাঁটি উচ্ছেদ করতে পাকিস্তানের গ্রামে মঙ্গলবার হামলা চালানো হয়েছে বলে দাবি ইরানের। হামলার পাল্টা ‘জবাব’ দিয়েছে পাকিস্তানও।
ইরান পাকিস্তান যুদ্ধের আবহে কি অবস্থান ভারতের !
তবে দুই দেশের সংঘাতের প্রেক্ষিতে নিজেদের অবস্থান জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে ভারত।বুধবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি ইরান ও পাকিস্তানের মধ্যেকার। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জ়িরো টলারেন্স নীতি নিয়েই চলবে। আত্মরক্ষার স্বার্থে কোনও দেশ কোনও পদক্ষেপ করলে ভারত তা বুঝতে পারে। এর বাইরে ভারতের তরফে আপাতত কোনও মন্তব্য করা হয়নি।