পাকিস্তানিকে বিয়ে করার স্বাদ মিটলো সানিয়া মির্জার!আবার বিয়ে সারলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক !
তা হলে শেষমেশ আশঙ্কাই সত্যি হল! ভারতের তারকা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মাঝে আবার বিয়ে সেরে ফেললেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক।
তাঁদের বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। যদিও শোয়েব মালিক বা সানিয়া মির্জা, কেউই এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।তবে সব জল্পনায় জল ঢাললেন শোয়েব নিজেই। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বিয়ে সারলেন। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি সাতসকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবাইকে চমকে দিলেন সানিয়া মির্জার প্রাক্তন স্বামী।যা ভাইরাল হয়ে গেল। পাত্রী কে, জানার জন্য কৌতূহলী সকলেই।
সানা জাভেদকে নিজের জীবনসঙ্গী করেছেন তিনি। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে করেছেন তাঁরা। এখন প্রশ্ন হল, কে এই সানা জাভেদ?
শোয়েব ক্রিকেট বিশ্বের একজন বিখ্যাত ব্যক্তিত্ব।তার সদ্য বিবাহিত সানা পাকিস্তানের একজন জনপ্রিয় অভিনেত্রী,বিনোদন জগতের সাথে যুক্ত।
সানা পাকিস্তানের অভিনয় জগতে রয়েছেন অনেকদিন ধরেই। তিনি উর্দু টেলিভিশনে সানা ২০১২ সালে শেহর-ই-জাত দিয়ে আত্মপ্রকাশ করেন।এর পর অনেক সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। রোমান্টিক ড্রামা ‘খানি’-তে প্রধান চরিত্রে অভিনয় করার পর ব্যাপক পরিচিতি পান। এ জন্য সানা জাভেদ লাক্স স্টাইল অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হন।
একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে পাকিস্তানি আর এক অভিনেত্রী আয়েশা ওমরের সঙ্গে শোয়েবের ঘনিষ্ঠতার খবর সামনে এসেছিল। সবাই ভেবেছিলেন, তাঁর সঙ্গে সম্পর্কে জড়ান শোয়েব। কিন্তু সবাইকে চমকে দিয়ে অবশেষে সানা জাভেদকে বিয়ে করলেন সানিয়ার স্বামী পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক।