এদের যদি কিছু হয়, আগুন জ্বলবে বাংলায়! ডিএ আন্দোলন মঞ্চে গিয়ে কী হুঁশিয়ারি শুভেন্দুর?
অবিলম্বে বকেয়া ডিএ’র দাবিতে কলকাতার শহিদমিনারে আমরণ অনশন শুরু করেছেন যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা। মঙ্গলবার সকালে সেই আন্দোলন স্থলে উপস্থিত হয়ে আগুন জ্বালানোর হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন শহিদমিনারে অনশনকারীদের সঙ্গে দেখা করে শুভেন্দু অধিকারী বলেন, এই অনশনকারীদের যদি কিছু হয়, তাহলে কিন্তু গোটা রাজ্যে আগুন জ্বলবে। এঁদের দিয়ে ভোট লুট করা যাবেনা বলেই দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জীর এত রাগ। আমি বলেছি, সবকিছু বাদ দিয়ে আপনারা নবান্ন অভিযান করুন, আমি সঙ্গে থাকব।
আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশে শুভেন্দু বলেন, “ডাকুন নবান্ন অভিযান। আমি থাকব।” আন্দোলনকারীদের কিছু হলে তিনি ছেড়ে কথা বলবেন না বলেও রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, “এদের যদি কিছু হয়, আগুন জ্বলবে বাংলায়।” রাজ্য সরকারের ‘দুর্নীতি’তে প্রশ্রয় দেননি বলেই ডিএ আন্দোলনকারীদের উপর বিরূপ আচরণ করা হচ্ছে বলে দাবি করেন শুভেন্দু। ডিএ আন্দোলনে বিজেপির ‘নিঃশর্ত সমর্থন’ আছে বলেও জানান তিনি।
আন্দোলনকারীদের উদ্দেশে শুভেন্দু বলেন, “আপনারা নবান্ন অভিযানের ডাক দিন, আমি সঙ্গে থাকব।” আন্দোলনকারীদের কিছু হলে তিনি ছেড়ে কথা বলবেন না বলেও রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, “এদের যদি কিছু হয়, আগুন জ্বলবে বাংলায়।”
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। মুখ্যমন্ত্রী দেখা করে সমস্যার সমাধান না করলে অনশনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। ২৯ জানুয়ারি থেকে রাজ্য সরকারি অফিসগুলিতে লাগাতার হরতালের ডাক দেওয়া হয়েছে। এই মুহূর্তে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের মধ্য়ে ডিএ-র ফারাক ৩৬ শতাংশ। কেন্দ্রের কর্মীরা পাচ্ছেন ৪৬ শতাংশ ডিএ, অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন মাত্র ১০ শতাংশ। আন্দোলনকারীদের বক্তব্য, তাঁদের কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে।