রেশন দুর্নীতি জেনেও তদন্ত ভেস্তে দেন নিজেই, জেরায় স্বীকার জ্যোতিপ্রিয়র, দাবী ইডির!
রেশন বন্টন দুর্নীতিতে জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।ইডি (ED)র জেরায় জ্যোতিপ্রিয় স্বীকার করেন রেশন দুর্নীতির বিষয়ে সবটাই প্রথম থেকেই জানতেন তিনি। এমনকি নিজেই উদ্যোগ নিয়ে দুর্নীতির তদন্তও ভেস্তে দিয়েছিলেন জ্যোতিপ্রিয়। আদালতে রিপোর্ট পেশ করে এমনটাই জানাল ইডি (ED)।
আদালতে ইডি (ED) দাবী করেছে, রেশন দুর্নীতির কথা সব গোড়া থেকে জানতেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। সব জেনেও কোনও ব্যবস্থা তো নেননি উল্টে নিজ উদ্যোগেই সব চালকল, মিলের মালিকদের নিয়ে একটি চক্র গড়ে তুলেছিলেন।এই নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হলে, তাও ভেস্তে দেন মমতার ব্যানার্জীর প্রিয় জ্যোতিপ্রিয়। আর এগুলোতে তাকে সহযোগিতা করতো চালকলের কল মালিকদেরই অন্যতম বাকিবুর রহমান।
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে রেশন দুর্নীতি কাণ্ডে তদন্ত নিয়ে তৎপর হয় ইডি (ED)। এরপর জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি তল্লাশি অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে ইডি (ED)। তদন্তে জ্যোতিপ্রিয়র বাড়ি ও অন্যান্য জায়গা থেকে রেশন দুর্নীতির নানা তথ্য মিলেছে বলে আদালতে দাবী করেছে ইডি (ED)।
ইডি (ED) সম্প্রতি আদালতে রেশন দুর্নীতির চার্জশিটও জমা করেছে। সেই চার্জশিটে যদি কয়েকশো কোটি টাকার দুর্নীতির কথা বলা হয়েছে। কিন্তু ইডি (ED)র দাবী, রেশনে কয়েকশো নয় কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। তদন্তকারী সংস্থার ইডি (ED)র দাবী, গত ১১ বছর ধরে এই দুর্নীতি চলছে,এর সাথে সরকারের প্রত্যক্ষ যোগসাজশ রয়েছে।
ইডি (ED)র এমন দাবী সামনে আসতেই বিজেপির তরফে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এই বিষয়ে বলেছেন জ্যোতিপ্রিয় একা এই বিরাট দূর্নীতির সঙ্গে যুক্ত ছিল,এটা অবিস্বাশ্য।এই চক্রের সঙ্গে পুরো তৃণমূল কংগ্রেস জড়িত। আসলে দল এবং প্রধান মাথাদের বাঁচাতেই তদন্তকারীদের কাছে এমন কৌশলী মন্তব্য করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক।