লোকসভা ভোটের আগে মাঠ সাজাতে প্রায় সাড়ে ৩০০ পুলিশ আধিকারিকের বদলি করলেন পুলিশ মন্ত্রী ।
লোকসভা ভোটের মুখে বড়সড় রদবদল হলো রাজ্য পুলিশ-এ। মোট ষাট জন পুলিশ অফিসারকে বদলির সিদ্ধান্ত হয়েছে। তবে বৃহস্পতিবার এ বিষয়ে কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়,তাতে জানানো হয়েছে, এটা সম্পূর্ণ রুটিন মাফিক বদলি। কলকাতা পুলিশের পাশাপাশি এদিন রাজ্য পুলিশের ২৮৫ জন অফিসারকে বদলির নির্দেশও দেওয়া হয়েছে।
কোলকাতা পুলিশ সূত্রে খবর, কোলকাতার উত্তর থেকে দক্ষিণ এর একাধিক থানার অফিসার ইনচার্জ, অ্যাডিশনাল অফিসার ইনচার্জকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোলকাতা পুলিশের অধীনে থাকা কড়েয়া,জোড়াসাঁকো,গার্ডেনরিচ, ট্যাংরা, চিৎপুর,এন্টালি সহ একাধিক থানার অফিসারদের রদবদল করা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বদলি করা হয়েছে নন্দীগ্রাম থানার আইসিও।সম্প্রতি নন্দীগ্রাম থানার আইসি তুহিন বিশ্বাস পদোন্নতি পেয়ে ডিএসপি হন। এবার সেখানে এলেন অনুপম মণ্ডল। তিনি এতদিন ভাটপাড়া থানার আইসি(IC) ছিলেন। জগদ্দলের আইসি(IC) প্রদীপ কুমার দাঁ-কে আনা হয়েছে কাঁথি থানায়।আর কাঁথি থানার আইসি(IC) অমলেন্দু বিশ্বাসকে বদলি করা হয়েছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানায়।