আবার বিজেপির হাত ধরলেন নীতিশ কুমার !একই দিনে ইস্তফার পর আবার মুখ্যমন্ত্রী পদে শপথ !
বিহার তথা জাতীয় রাজনীতিতে জোর জল্পনা, ফের বিজেপির সহযোগী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার। গেরুয়া শিবিরের হাত ধরে আবার তিনি এনডিএ(NDA)-র শরিক হতে চলেছেন । সূত্র জানাচ্ছে, আজই রাজ্যপাল রাজেন্দ্র অরলেকরের সঙ্গে দেখা করে ইস্তফা দিতে পারেন নীতীশ। সেই সঙ্গে বিজেপির হাতে হাত মিলিয়ে নতুন সরকার গড়ারও দাবি জানাবেন তিনি।
জানা গিয়েছে, ইতিমধ্যেই জেডিইউ বিধায়করা বৈঠকের জন্য পৌঁছে গিয়েছেন নীতীশ কুমারের বাড়ি। বৈঠক সেরেই তিনি যাবেন রাজ্যপালের কাছে। মুখ্যমন্ত্রী পদ থেকে সাময়িকভাবে ইস্তফা ঘোষণা করবেন। তারপর যোগ দেবেন এনডিএ(NDA) শিবিরে। সূত্রের খবর, INDIA জোটে ভাঙন ধরিয়ে নিজের বিধায়ক তো বটেই, কয়েকজন কংগ্রেস বিধায়ককেও এনডিএ(NDA)-তে শিবিরে টানতে চলেছেন নীতীশ।
নীতীশ কুমারের দলবদল অবশ্য এই প্রথম নয়। সেই ২০১৩ সাল থেকে তিনি এত বার বিভিন্ন জোটে যোগ দিয়েছেন যে তাঁর নামের পাশে ‘বদলু রাম’ নাম লেগে গিয়েছে। বিজেপি তো বটেই, কংগ্রেস এবং লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের জোটেও যোগ দিয়েছিলেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
২০১৪-র লোকসভা নির্বাচনের আগে বিজেপি মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করার পরে প্রতিবাদ জানিয়ে প্রথম বার এনডিএ জোট ছেড়েছিলেন নীতীশ কুমার। তার পর একাধিক বার বিজেপির সঙ্গ ছাড়েন তিনি। ২০২২ সালে শেষ বার পদ্মশিবিরের হাত ছাড়েন বিহারের এই মুখ্যমন্ত্রী।
সেসময় বিজেপি সাফ জানিয়ে দেয়, নীতীশের জন্য জোটের দরজা চিরতরে বন্ধ হয়ে গেলো । তবে দেড় বছর কাটতে না কাটতে ফের খুলল সেই দরজা। গতকাল এলজেপি প্রধান চিরাগ পাসওয়ানের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।সেখানে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। এরপরই নীতীশকে সমর্থন করতে রাজি হন চিরাগ। জিতেন রাম মাঝির দল ‘হাম’ও নীতীশের দলের পাশে থাকবে বলেই খবর।