অবশেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাসপেনশন তুলে নিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনে যোগদান করতে পারবেন বিরোধী দলনেতা ।
গত বছর নভেম্বর মাসে বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে শাসক দলের প্ররোচনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাজেট অধিবেশন শুরুর আগে সেই সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এই সাসপেনশন প্রত্যাহার নিয়ে প্রশ্ন করা হলে স্পিকার বিমান বলেছেন,বিরোধী দলনেতার সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে, চাইলে তিনি অধিবেশনে যোগ দিতে পারেন।কিন্তু কেনো হটাৎ এই প্রত্যাহার তা নিয়ে মুখ খোলেন নি বিমান।
আগামী ৫ ফেব্রুয়ারি থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা। নিয়মমাফিক রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হওয়ার নিয়ম । কিন্তু রাজভবনকে এড়িয়েই বাজেট পেশ করা হবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ঠিক যেমন গত শীতকালীন অধিবেশন শেষ ঘোষণা না করে ,স্থগিত করে দিয়েছিলেন স্পিকার বিমান।ঠিক তখনি প্রশ্ন ওঠে অধিবেশন শেষ না হলে বিরোধী দলনেতার সাসপেনশনের মেয়াদও শেষ হচ্ছে না। কী ভাবে বাজেট অধিবেশনে যোগদান করবেন তিনি?
কিন্তু সেই সব জল্পনায় জল ঢেলে স্পিকার বিরোধী দলনেতার সাসপেনশন প্রত্যাহার করে নেওয়ায় যাবতীয় সমস্যা মিটে গিয়েছে বলেই মনে করছে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কারণ, গত বছর নভেম্বর মাসে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করার পর বিজেপি পরিষদীয় দল অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে বয়কট করার সিদ্ধান্ত নেয়। সেই অধিবেশনে মুখ্যমন্ত্রী উপস্থিত হলে কক্ষ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বিজেপির বিধায়করা। এমতাবস্থায় বাজেট অধিবেশনে বিরোধীদল উপস্থিত না হলে তা সংসদীয় গণতন্ত্রে ভাল দেখাতো না বলেই মনে করছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা । কিন্তু অবশেষে শুভেন্দুর সাসপেনশন প্রত্যাহার হয়ে যাওয়ায় বিজেপি পরিষদীয় দল এ বার বিধানসভার বাজেট অধিবেশনে অংশগ্রহণ করবে বলে সূত্রের খবর।