সাধারণ মানুষের জীবন আরও সহজ করলেন নির্মলা সীতারমন !অন্তর্বর্তী বাজেটের প্রশংসায় পঞ্চমুখ নরেন্দ্র মোদী!
২০২৪ সালের লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট সাধারণ মানুষের জীবন আরও সহজ করেছে। কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। নির্মলা সীতারামন অন্তর্বর্তী বাজেটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর সাথে সাথে , কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং অর্থমন্ত্রককেও অভিনন্দন জানিয়েছেন মোদী।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদে দাঁড়িয়ে ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।এটি পূর্ণাঙ্গ বাজেট নয়। ভোটের পর সরকার গঠিত হলে নবনির্বাচিত সরকার ২০২৪-২৫ সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। ভোটের বছরগুলিতে এইভাবেই বাজেট পেশের রীতি চলে আসছে।
তার পরে নরেন্দ্র মোদী সেই বাজেটের প্রশংসা করেন। তিনি বলেন, রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণে রেখে মূলধনী ব্যয় ১১ লক্ষ ১১ হাজার ১১১ কোটিতে পৌঁছবে, যা রেকর্ড তৈরি করবে । তিনি আরও বলেন, এই বাজেট একবিংশ শতকের আধুনিক পরিকাঠামোর উন্নয়ন ঘটানোর পাশাপাশি, প্রচুর কর্মসংস্থান করবে।”
নরেন্দ্র মোদী বলেন , এই বাজেট আসলে তরুণ ভারতের তরুণ আকাঙ্ক্ষাকেই তুলে ধরেছে। এই অন্তর্বর্তী বাজেটে গবেষণা এবং উদ্যোগে এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন শিল্পে করছাড়েরও ব্যবস্থা রয়েছে।সাধারণ মানুষের জীবনকে কী ভাবে সহজ করে তুলবে এই অন্তর্বর্তী বাজেট, তাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।মহিলা, আশাকর্মীদেরও বড় সুবিধা দিতে চলেছে এই বাজেট। তাঁর মতে, এই বাজেট গরিব, মধ্যবিত্তদের হাতে ক্ষমতা তুলে দেবে। এক কোটি ঘরে বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে সৌরশক্তি। অন্তর্বর্তী বাজেটে সেই ব্যবস্থাও করা হয়েছে।