ভারতকে চট্টগ্রাম ও মোংলা বন্দর সরাসরি ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার :জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডঃ এস জয়শংকর !
ভারতের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হলো বাংলাদেশ।এবার বাংলাদেশ সরকার প্রথমবারের মতো ভারতীয়দের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডঃ এস জয়শংকর। ফলে ভারতের উত্তর–পূর্বাঞ্চলের অর্থনীতি বদলে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।
গত মঙ্গলবার মুম্বাইয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (IIM) শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডঃ এস জয়শংকর এসব কথা বলেন। আইআইএম মুম্বাইয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটি।।
আইআইএম এর শিক্ষার্থীদের সাথে আলাপচারিতায় পররাষ্ট্রমন্ত্রী ডঃ এস জয়শংকর বাংলাদেশের সঙ্গে ভারতের সড়ক যোগাযোগের কথা উল্লেখ করেন। তিনি বলেন,ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের রেল ও বাস যোগাযোগ রয়েছে।তবে বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার দেশটির ভেতর দিয়ে ভারতীয়দের যাওয়া ও বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে। এর একটি বড় প্রভাব পড়বে ভারতের আসাম,ত্রিপুরা সহ পুরো উত্তর–পূর্বাঞ্চলে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডঃ এস জয়শংকর বলেন, বাংলাদেশের অনুমতি না হলে উত্তর–পূর্বাঞ্চলের মানুষকে শিলিগুড়ি দিয়ে এসে তারপর ভারতের উত্তর–পূর্বাঞ্চলের বন্দরগুলোতে যেতে হতো। তারা এখন সরাসরি চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করতে পারবে।