অধীর বাবু বাংলায় টাকার পাহাড় দেখেছেন !লুট করা টাকা ফেরত দিতে হবে লুটেরাদের !হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর!
লোকসভা ভোটের আগে সোমবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শেষ জবাবি ভাষণ। সেই জবাবি ভাষণে শুরু থেকে শেষ পর্যন্ত কংগ্রেস সহ বিরোধীদের বিঁধেছেন প্রধানমন্ত্রী মোদী। রাজনীতিতে বিরোধীদের পরিবারতন্ত্র থেকে দুর্নীতি,জনমুখী প্রকল্পের বাস্তবায়ন থেকে লোকসভা ভোটকে সামনে রেখে বিরোধীদের জোটের চেষ্টা,সবেতেই কংগ্রেসকে আক্রমণ করেন মোদী।
সুশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীর মুখে উঠে এসেছে ইডির কথা।সেই ভাষণেই ফের বাংলার টাকা উদ্ধারের প্রসঙ্গকে উত্থাপন করলেন নরেন্দ্র মোদী। তাঁর জমানায় কেন্দ্রীয় এজেন্সি কতটা সক্রিয় ভাবে তদন্ত করেছে, সেই উদাহরণ দিতে গিয়েই এই প্রসঙ্গ উত্থাপন করেন প্রধানমন্ত্রী। তবে, এই ব্যাপারে সরাসরি তিনি কোনও নাম করেননি।
প্রধানমন্ত্রী একটি তথ্য তুলে ধরে বলেন,আর্থিক তছরুপ বিরোধী আইন আগের চেয়ে দ্বিগুণ মামলা করেছি । কংগ্রেসের সময় ইডি পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। আর আমাদের কার্যকালে ইডি এক লক্ষ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।
এরপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মোদীর হুংকার ,দেশের লুট করা মাল ফেরত দিতে হবে ! সংসদে ওই কথা বলার সময় বহরমপুরের সাংসদ তথা কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরীর দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী বলেন, অধীরবাবু আপনি তো বাংলা থেকে এসেছেন। টাকার স্তূপ দেখেছেন তো।যাঁরই মাল ধরা পড়ে দেখা যায়, নোটের স্তূপ। টাকার পাহাড় জমে গিয়েছে।
বিজেপি বিরোধী দলগুলিতের নেতা-নেত্রীরা অভিযোগ করেন ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে দিয়ে বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বিজেপি। এই নিয়ে সোমবার পালটা তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি বিরোধীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, যে যত অভিযোগ করছে করুক, দেশকে লুটতে দেব না ৷ যা লুটে নেওয়া হয়েছে, তা ফেরত দিতে হবে ৷