বউ পিটিয়ে নিজের জেল যাত্রা ঠেকাতে তৃণমূলে মুকুটমনি!প্রমাণ দেখিয়ে খোঁচা শুভেন্দুর !
রানাঘাটের বিদায়ী সাংসদ এবং বিজেপির প্রার্থী জগন্নাথ সরকারের প্রতিদ্বন্দ্বী হিসেবে কি তৃণমূলের টিকিট নিয়ে লড়ছেন মুকুটমণি অধিকারী? এর উত্তরের জন্য রাজনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ চর্চা চলছে।তৃণমূল এই আসনটি বিজেপির কাছ থেকে অধিগ্রহণ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলত্যাগী মুকুটমণির বিষয়ে দুটি টুইটের মাধ্যমে তৃণমূলের উপর আক্রমন করেছেন।
আন্তর্জাতিক নারী দিবসের উপলক্ষে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটি পদযাত্রা করেন । পদযাত্রা শুরুর আগে, তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতের থেকে পার্টির পতাকা গ্রহন করেন মুকুটমণি অধিকারী। এরপর, অভিষেকের পাশে, বিজেপির রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী মিছিলে হাঁটেন।
অভিষেক মুকুটমণির সাথে পরে মমতার সাক্ষাৎ করিয়ে দেন। মিছিল শেষ হওয়ার পর মঞ্চে মুকুটমণি ভাষণ দেন। এরপর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি এক্স-হ্যান্ডল, দুটি ছবি পোস্ট করেন। এর মাধ্যমে, শুভেন্দু দাবি করেন, এক মহিলা মুকুটমণির বিরুদ্ধে এফআইআর লিখিয়েছিলেন।
Look who is walking in the TMC Procession alongside Bhaipo, to observe International Women’s Day !!!
Mukutmani Adhikari – Ranaghat South MLA
He was accused of Domestic Violence by his Wife. The FIR was filed by his Wife on the 11th day of their marriage.
Certainly qualifies… pic.twitter.com/RJdkEem9nW
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) March 7, 2024
শুভেন্দু তার পোস্টে তৃণমূলের মুখপত্র জাগোবাংলা ও অন্যান্য সংবাদমাধ্যমে প্রকাশিত সেই সংক্রান্ত খবরের স্ক্রিনশট দেন। শুভেন্দু প্রশ্ন তোলেন,বধূ নির্যাতনের অভিযোগ করেছেন মুকুটমনির স্ত্রী, তাও কিনা বিয়ের ১১ দিনের মধ্যেই, তেমন একজনকে নারী দিবসের প্রাক্কালকেই দলে নিলো তৃণমূল !
বিজেপির রাজ্য নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুসরণে তৃণমূল ও রাজ্য সরকারকে নারীবিদ্বেষী হিসেবে অভিযোগ করে চলেছে। আজকেও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,তৃণমূলের যারা নারীদের প্রতি সম্মান দেখাতে চান, তারা সন্দেশখালীতে গিয়ে মিছিল করুন।
শুভেন্দু অধিকারী দাবি করেছেন ,তৃণমূলের যারা মুকুটমণির মতো, গার্হস্থ্য হিংসায় অভিযুক্ত একজনকে আদর্শ পোস্টার বয় বানায় তারা কি নারী সম্মান করবে। শুভেন্দু আরেকটি টুইটে তৃণমূলকে উল্লেখ করে বলেছেন, শেখ শাহজাহান বন্দি হয়ে গেলে তাঁর আদর্শ বিকল্প হিসেবে টিএমসি নির্বাচন করেছে,নারী নির্যাতন ও তাঁদের প্রতি অবমাননাকর শব্দ প্রয়োগে অভিযুক্ত মুকুটমণিকে দলে ঢুকিয়ে ।
শুভেন্দু ১০ ফেব্রুয়ারি তিলজলা থানা থেকে আদালতে জমা করা চার্জশিটের একটি কপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। চার্জশিটের নম্বর ০৫/২৪, যার আরোপী হিসেবে নাম আছে মুকুটমণি অধিকারীর।রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়কের উপর অভিযোগ আছে যে, তিনি অভিযোগকারিণী মহিলাকে নির্যাতন করেছেন, তাঁর ও তাঁর মায়ের থেকে ১ কোটি টাকা পণ দাবি করেছেন, এবং তাঁদের সাথে আপত্তিজনক ভাষায় কথা বলেছেন।
শুভেন্দু তাঁর পোস্টে চার্জশিটের একটি কপি দেখিয়েছেন। চার্জশিটে মুকুটমণির সাথে তাঁর বাবা ও ভাইয়ের নামও আছে। ৪৯৮এ, ৪২০, ৪০৬, ৫০৬, ৩৮৯, ৩৪ ও যৌতুক প্রথা নিষিদ্ধ সংক্রান্ত দণ্ডবিধির আলোকে, তিলজলা থানা পুলিশ চার্জশিট জমা দিয়েছে, শুভেন্দুর দাবি ।
Charge Sheet No. – 05/24
Charge Sheet Filed on. – 10/02/2024
Charge Sheet Filed by – Tiljala Police Station under Kolkata Police.
Department – Home and Hill Affairs; Govt of WB.
Minister in Charge of Concerned Department – Mamata Banerjee.
Name of Chargesheeted Person – Dr.… pic.twitter.com/JDGY13ln0v
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) March 7, 2024
শুভেন্দু কটাক্ষ করে লিখেছেন, চার্জশিট জমা হওয়ার এক মাসের মধ্যেই মুকুটমণি তৃণমূলের সাথে যোগ দিয়েছিলেন, যাতে জেলের ভীতি থেকে বাঁচা যায়। এটা বোঝা যায়। কিন্তু আন্তর্জাতিক নারী দিবসের আগেরই দিন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন তাঁর সাথে হাঁটার জন্য নির্বাচন করেন, এর অর্থ বুঝা যাচ্ছেনা।
বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা বলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল। মুকুটমণি লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু দল তাঁর সম্পর্কে বিভিন্ন তথ্য জানার পরে তাঁকে প্রার্থী করেনি। তাঁর দলত্যাগের ফলে বিজেপির কোনো ক্ষতি হবে না, এমনি স্থানীয় স্তরের সূত্রের কথা। তাঁরা আরো বলেন, পুলিশিই চার্জশিটের অভিযুক্তকে তৃণমূলের সাথে যোগাযোগের ব্যবস্থা করেছে ।