মমতা বন্দ্যোপাধ্যায় জখম হলেন কী ভাবে? এটা কি দূর্ঘটনা না হত্যার চেষ্টা !
‘মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে আঘাত পেলেন? এই প্রশ্নের উত্তর নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোচনা চলছে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি অনুভব করেছেন যে, কেউ হয়তো পিছন থেকে তাঁকে ধাক্কা দিয়েছে। জেড প্লাস সিকিউরিটি যুক্ত ঘরে, কে তাঁকে পিছন থেকে ধাক্কা দিতে পারে, এমনি প্রশ্ন উঠেছে।’
বৃহস্পতিবার কালীঘাটের নিজের বাড়িতে পড়ে যাওয়ার ফলে মুখ্যমন্ত্রী মমতা কপালে এবং নাকে গুরুতর চোট পেয়েছেন। সন্ধ্যায়, তাঁকে এস.এস.কে.এম. হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়, এবং চারটি সেলাইয়ের পরে রক্তপাত বন্ধ হয়। কপালে তিনটি এবং নাকে একটি সেলাই দেয়া হয়েছে।
‘হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, হাসপাতালে আগমনের পর চিকিৎসকদের একাংশের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, পিছন থেকে ধাক্কা অনুভূত হওয়ার পর তিনি পড়ে গিয়েছিলেন। সূত্রের খবরে, সিটি স্ক্যানের রিপোর্টে মস্তিষ্কের রক্তক্ষরণ না হওয়া গেলেও, তাতে প্রচন্ড ঝাঁকুনি (কনকাশন) দেখা গিয়েছে।’বৃহস্পতিবার রাতে এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় মেডিক্যাল বুলেটিন প্রচার করেন, তিনি বলেন, “সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মুখ্যমন্ত্রীকে হাসপাতালে আনা হয়। নিজের বাড়ির পিছনের দিক থেকে ধাক্কা খেয়ে (পুশ ফ্রম বিহাইন্ড) তিনি পড়ে গিয়েছিলেন… কপালের গভীর ক্ষত হয়।”
মণিময়ের বক্তব্য নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হয়েছিল। যদিও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের সূত্রে জানা গিয়েছে, কোনও ধাক্কা মারার ঘটনা ঘটেনি। ঘনিষ্ঠমহলের সূত্রের দাবি, তিনি হয়তো অসুস্থাবস্থায় পড়ে গিয়েছিলেন, অথবা বাড়ির আসবাবের সাথে ধাক্কা খেয়েছেন।
মুখ্যমন্ত্রী নিজের ঘরে একা ছিলেন। অন্যান্য ঘরে বাকি সবাই অবস্থান করছিলেন। তাই, কারো প্রবেশ করে ধাক্কা দেওয়ার সম্ভাবনা ছিল না। মুখ্যমন্ত্রীর ঘরে কোনো শোকেস নেই, শুধুমাত্র একটি খাটি আছে। সম্ভবত, খাটের কোনায় বা মেঝেতে পড়ে মুখ্যমন্ত্রীর চোট লেগেছে। পড়ে যাওয়ার পর, মনে হয়েছিল যেন কেউ ধাক্কা দিয়েছে। কিন্তু তেমনটা ঘটেনি বলেই জানাচ্ছে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল।
‘এদিন অনুষ্ঠান শেষে সাড়ে ছটা নাগাদ মুখ্যমন্ত্রী বাড়িতে প্রবেশ করেন। এরপর এই ঘটনা ঘটে। সেসময় মুখ্যমন্ত্রী নিজের ঘরে একা ছিলেন।যেহেতু মুখ্যমন্ত্রী মনে করেছেন কেউ ধাক্কা মেরেছে , পুলিশ নিয়ম অনুযায়ী তদন্ত করবেই । কিন্তু, পরিস্থিতি বিচারে, বাইরের ঘরে লোক থাকাকালীন, কেউ মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকে ধাক্কা দেবার সম্ভাবনা নেই, এমনটাই পরিবারের দাবি।’
কেউ ধাক্কা দিয়েছেন? নাকি কোথাও ধাক্কা খেয়েছেন? নাকি অসুস্থতার কারণে মুখ্যমন্ত্রীর মনে হয়েছে যে তাঁকে পিছন থেকে কেউ ধাক্কা দিয়েছে? এরূপ একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদিও এর আগে, মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ, কাজরী বন্দ্যোপাধ্যায় বলেছেন , ‘আমরা এখনো ঠিক বলতে পারছি না। তবে, শোনা যাচ্ছে, কিছু একটা ধাক্কা লেগেছে’ ।