রাজীব কুমারকে অপসারণ করলো নির্বাচন কমিশন,নতুন ডিজি হলেন বিবেক সহায় !
বিবেক সহায় নতুন ডিজি হিসেবে রাজ্য পুলিশের দায়িত্ব নিয়েছেন। এদিন, নির্বাচন কমিশন রাজীব কুমারকে ডিজির পদ থেকে অপসারিত করে। লোকসভা নির্বাচনের আগে, কমিশন রাজীব কুমারকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে, রাজ্য সরকারের কাছে বিকল্প হিসেবে তিনটি নামের প্রস্তাবনা চেয়েছিল সোমবার ৫টার মধ্যে।
রাজীবের স্থলে ডিজি পদের জন্য রাজ্যের তরফে তিনটি নাম সময়সীমা মেনে জমা পড়েছে। সেই তালিকায় প্রথম নাম হিসেবে বিবেক সহায়কে পরবর্তী ডিজির দায়িত্ব দিয়েছে কমিশন। এরপর, বিবেক সহায়ের নামকে নির্বাচন কমিশনের কাছে নতুন ডিজির প্রস্তাবনা হিসাবে পাঠিয়েছেন রাজ্য প্রশাসন। জাতীয় নির্বাচন কমিশন, ইতিমধ্যে, এই নামের অনুমোদন দিয়েছে। রাজীব কুমারকে নির্বাচন সংক্রান্ত কোনও কাজেই যুক্ত রাখা যাবে না বলে কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন৷
গত ডিসেম্বরে, রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজির পদে নিযুক্ত করা হয়েছিল নবান্ন থেকে । এর আগে, তিনি তথ্য প্রযুক্তি দফতরের সচিব হিসেবে কাজ করেছিলেন। কিন্তু, ভোটের ঘোষণা হওয়ার মাত্র দু’দিনের মাথায়, আজ নির্বাচন কমিশন তাকে ডিজির পদ থেকে অপসারিত করে।
The Election Commission of India (ECI) has issued orders for the removal of the Home Secretary in six states namely Gujarat, Uttar Pradesh, Bihar, Jharkhand, Himachal Pradesh and Uttarakhand. Additionally, the Secretary of the General Administrative Department in Mizoram and… pic.twitter.com/DxvZPPlbNz
— ANI (@ANI) March 18, 2024
রাজীব কুমারের নিরপেক্ষতা নিয়ে বিরোধীরা প্রথম থেকেই প্রশ্ন তুলেছিল। ফলে, ভোট ঘোষণা হওয়ার পরে কমিশনের তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরোধীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানালে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে, এর পিছনে বিজেপির হাত রয়েছে।
‘২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময়, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ভোট প্রচারের সময় আহত হন। সেই সময়ে, তাঁর প্রধান নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার, বিবেক। গত নভেম্বরে, তাঁকে ডিজি (হোমগার্ড) পদে নিয়োগ করা হয়।’
প্রসঙ্গত, রাজ্য পুলিশের পরবর্তী ডিজি হিসেবে সরকার বিবেক সহ আরও দুই জ্যেষ্ঠ আইপিএস অফিসার, সঞ্জয় মুখোপাধ্যায় এবং রাজেশ কুমারের নাম কমিশনে পাঠিয়েছিল। বর্তমানে, সঞ্জয় রাজ্যের দমকল বিভাগের ডিজি এবং রাজেশ, রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রধান।
‘রাজীবকে সোমবার ফেরত পাঠানো হয়েছে রাজ্যের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের পদে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে, রাজীবকে তাঁর তৎকালীন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ২০১৯ সালে, লোকসভা ভোটের ঘোষণা হওয়ার পর, তাঁকে ডেপুটেশনের মাধ্যমে দিল্লি পাঠানো হয়।পরবর্তীতে রাজীব দীর্ঘদিন ছিলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি দফতরের সচিব।
কয়েক মাস আগে রাজ্য পুলিশের ডিজি পদে মনোজ মালবীয়র মেয়াদ শেষ হয়েছিল। এরপর, গত ডিসেম্বরে, রাজীবকে রাজ্য পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল (ডিজি) হিসেবে নিয়োগ করা হয়। এই সিদ্ধান্তটি রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে গৃহীত হয়। অতীতে, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার, রাজীব, নিয়ে বিতর্কের অন্ত ছিলনা। তাঁকে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে নিয়োগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।