একেবারে বেলাগাম। জোরালো আক্রমণ তৃণমূলকে। কী বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
তমলুকের বিজেপি প্রার্থী এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতির আসনে ছিলেন, তখন তিনি কর্মপ্রার্থীদের কাছে ভগবানের মতো ছিলেন। রাজনীতিতে আসার পর তিনি মাঝেমধ্যে বেফাঁস মন্তব্য করেছেন, যা অনেকের মতে বিতর্কিত। সাম্প্রতিক তার নতুন মন্তব্য হল লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে তাঁর মতামত।
তিনি তৃণমূলের সমালোচনা করে বলেন, “এই জানোয়াররা জানে না যে মানুষ ভিখিরি নয়।” প্রশ্ন উঠেছে, তিনি কাদের ‘জানোয়ার’ বলে অভিহিত করেছেন? সোমবার তমলুকে প্রচারে থাকাকালীন তিনি বলেন, “আমি গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় দেখলাম কিছু ছোট ছোট বাড়ি নির্মিত হয়েছে।” ইঁটের কাজ শেষ হয়েছে, কিন্তু বাইরের প্লাস্টার এখনো হয়নি। কবে হবে তা নিয়ে কেউ নিশ্চিত নয়। মানুষ যে অর্থ শ্রম দিয়ে উপার্জন করে, তা দিয়ে ছোট বাড়ি তৈরি করা বা সংসার গড়া, এসবের মূল্য চোর বুঝে না।
লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে বলার সময় তিনি উল্লেখ করেন, কেবল এক হাজার টাকা দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে। পশুরা এই তথ্য জানে না যে মানুষ ভিক্ষুক নয়। যে অর্থ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নামে দেওয়া হচ্ছে, তা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এই অর্থ সরকারের আদায় করা করের টাকা, যা গোটা ভারত থেকে সংগৃহীত। এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব অর্থ নয়।
প্রচার পর্বে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন। সাম্প্রতিকতম ঘটনায়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে তাঁর মন্তব্য আলোচনার ঝড় তুলেছে। এদিকে, প্রাক্তন বিচারপতির বারবার আক্রমণের প্রতিউত্তরে তৃণমূল শিবিরও পাল্টা জবাব দিয়ে চলেছে।