কোলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোডশো বানচাল করতে ১৪৪ ধারা জারি করলো কোলকাতা পুলিশ !
আসন্ন মঙ্গলবার, ২৮ মে থেকে কলকাতায় দু’মাসের জন্য ধারা ১৪৪ প্রযোজ্য হবে। কলকাতার নগরপাল বিনীত গোয়েল নোটিস জারি করে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন যে, কলকাতায় ‘হিংসাত্মক কর্মসূচির ছক’ চলছে, যা বৌবাজার থানা এবং হেয়ার স্ট্রিট থানার অধীনে কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এলাকাকে উত্তপ্ত করে তুলতে পারে। এই কারণে, ওই নির্দিষ্ট এলাকায় আগামী দু’মাস কোনো মিটিং, মিছিল, রোড-শো বা অন্য কোনো জমায়েত নিষিদ্ধ থাকবে। পাঁচ জনের বেশি লোকের জমায়েতও নিষিদ্ধ হবে। একই সময়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতায় রোড-শো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
প্রতিটি দফার ভোটের আগে প্রধানমন্ত্রী বাংলায় আসছেন। ভোট ঘোষণার আগে থেকেই তার এই সফর শুরু। আরামবাগ ও কৃষ্ণনগরে তিনি জোড়া সভা করেছেন, এবং অন্যান্য জায়গায় একাধিক প্রার্থীর জন্য একটি মঞ্চ থেকে প্রচার চালিয়েছেন। রাজ্যে এখনও কোনো রোড-শো করেননি, তবে আগামী মঙ্গলবার তার প্রথম রোড-শো হবার কথা। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় পদযাত্রা রয়েছে। কিন্তু ২৮ মে থেকে কলকাতার নির্দিষ্ট অংশে দু’মাসের জন্য ১৪৪ ধারা জারি হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর রোড-শো বা পদযাত্রার সম্ভাবনা নেই।
কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল যে নির্দেশিকা জারি করেছেন, তাতে উল্লেখ আছে যে ২৮ মে থেকে ২৬ জুলাই পর্যন্ত কলকাতার নির্দিষ্ট এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। এই সময়ে ওই এলাকায় কোনো মিটিং, মিছিল, রোড-শো, অথবা অন্য কোনো জমায়েত অনুষ্ঠিত করা যাবে না। ধর্না করাও নিষিদ্ধ থাকবে। পাঁচ জনের বেশি মানুষের একত্রিত হওয়া এবং ধারালো অস্ত্র বা লাঠি বহন করাও নিষিদ্ধ হবে, এবং এর লঙ্ঘন হলে পুলিশ ব্যবস্থা নেবে।
অন্যদিকে, বিজেপি সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই তাদের রোড-শো কোন পথে যাবে তা প্রধানমন্ত্রীর দফতরের সাথে আলোচনা করে চূড়ান্ত করা হয়েছে। মোদীর নিরাপত্তা এবং অন্যান্য দিক বিবেচনা করে যাত্রাপথ নির্ধারিত হয়েছে। কোনও পরিবর্তন না হলে, মঙ্গলবার মোদীর রোড-শো স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শুরু হবে এবং শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে শেষ হবে। উত্তর কলকাতার বিধান সরণি এবং বিবেকানন্দ রোডের সংযোগস্থলের কাছেই স্বামীজির জন্মভিটে অবস্থিত। সেখানে স্বামীজির মূর্তিতে মালা দিয়ে মোদীর যাত্রা শুরু হবে। তারপর বিধান সরণি ধরে শ্যামবাজারের দিকে মোদীর রোড-শো এগিয়ে যাবে। ডান দিকে হেদুয়া পার্ক, বাঁ দিকে বেথুন কলেজ এবং স্কুল রেখে মোদী এগিয়ে যাবেন। অভেদানন্দ রোড ধরে একটু গেলেই আরএসএসের রাজ্য সদর দফতর অবস্থিত, তবে মোদী-শো সেদিকে যাবে না। বিধান সরণি ধরে সোজা স্টার থিয়েটারের দিকে এগিয়ে যাবে। হাতিবাগান হয়ে পাঁচ নম্বর রুটের ট্রামলাইন ধরে শ্যামবাজারে পৌঁছাবে।