মোদী-মমতার ছায়াযুদ্ধ! মোদীর একই পথে রোড-শো করে নিজের দৌড় দেখাতে চান মমতা!
মঙ্গলবারে কলকাতা উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড-শো করেছেন। তৃণমূল সূত্র অনুযায়ী, বুধবার মোদীর একই পথে রোড-শো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বুধবারের রোড-শো কলকাতা উত্তরে আগে থেকেই নির্ধারিত ছিল, কিন্তু পথ চূড়ান্ত ছিল না। মঙ্গলবার জানা গেছে, মমতার রোড-শো শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু হয়ে স্বামী বিবেকানন্দের বাড়িতে শেষ হবে। একই পথে মোদীও মঙ্গলবার রোড-শো করেছেন।
মঙ্গলবার শেষ পর্বের ভোটের আগে প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) বাংলায় তাঁর শেষ সফরে এসেছিলেন। অশোকনগর ও বারুইপুরে জনসভা করার পর, তিনি কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের (Tapas Roy) সমর্থনে একটি রোড শো করেন। শ্যামবাজারের পাঁচ মাথা মোড় থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত এই রোড শোতে তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতা সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। রোড শো চলাকালীন, মোদি তাঁর X হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “কলকাতা আমার মন ছুঁয়ে গিয়েছে, আজকের এই রোড শো আমি চিরকাল মনে রাখব।”
মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সেই একই রুটে হাঁটবেন। বিকেল ৩টে নাগাদ শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে তাঁর পদযাত্রা আরম্ভ হবে এবং স্বামী বিবেকানন্দর জন্মভিটে পর্যন্ত চলবে। এই পদযাত্রা কলকাতা উত্তরের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হচ্ছে। মোদি মঙ্গলবার যে বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করেছেন, তিনি পূর্বে সুদীপের সতীর্থ এবং তৃণমূলের সৈনিক ছিলেন। তিনি লোকসভা ভোটের আগে দলবদল করে বিজেপিতে যোগ দিয়েছেন এবং প্রার্থী হয়েছেন। উত্তর কলকাতায় এবার তাঁর প্রাক্তন সহকর্মীদের মধ্যে লড়াই হচ্ছে। এছাড়াও, নির্বাচনী প্রচারে মোদি এবং মমতার মধ্যেকার ছায়াযুদ্ধ চলছে, যাতে বোঝা যাবে তাঁদের প্রচারের দৌড় কতদূর পৌঁছেছে।
বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের শেষ দিনে, তৃণমূল প্রচারে ঝড় তুলতে প্রস্তুত। মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর এইট বি থেকে হাজরা হয়ে আলিপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন।
Kolkata… You've won me over! Today's roadshow will be etched in my memory forever. https://t.co/nZUt6nAfs0
— Narendra Modi (@narendramodi) May 28, 2024