শপথের পরিকল্পনা মোদির! আগেভাগে চূড়ান্ত দিনক্ষণও, থাকছে চমক !
শেষ দফার ভোট এখনো সম্পন্ন হয়নি। ফলাফল প্রকাশের জন্য কিছু দিন বাকি আছে। তবুও, নরেন্দ্র মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরিকল্পনা ইতিমধ্যেই সম্পন্ন করেছেন। সেই পরিকল্পনা মোতাবেক, এবার মোদির শপথ গ্রহণে বেশ কিছু চমক থাকতে চলেছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, এবার ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী পদের শপথের প্রথা পরিবর্তন করবেন মোদি (PM Modi)। পূর্বের দুই অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করেছেন, যা অতীতের প্রধানমন্ত্রীদের জন্যও ছিল প্রচলিত। তবে এবার মোদি খোলা আকাশের নিচে কর্তব্য পথে শপথ নেবেন। এনডিএ (NDA) সরকার তাদের নির্মিত সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের সৌন্দর্যকে বিশ্বের সামনে প্রদর্শন করতে চায়, এবং প্রধানমন্ত্রী মোদি শপথগ্রহণের অনুষ্ঠানকে জনগণের মাঝে নিয়ে আসতে চান।
দিনক্ষণ প্রাথমিকভাবে নির্ধারিত হয়ে গেছে। লোকসভা নির্বাচন ২০২৪-এর (Lok Sabha Election 2024) ফলাফল প্রকাশিত হবে ৪ জুন। নরেন্দ্র মোদি আবারও প্রধানমন্ত্রী পদে শপথ নিতে ইচ্ছুক ৯ জুন। পূর্বে, ২০১৪ সালে তিনি ২৬ মে এবং ২০১৯ সালে ৩০ মে শপথ গ্রহণ করেন। উভয় বারের ভোটের ফলাফল যথাক্রমে ১৬ মে এবং ২৩ মে প্রকাশিত হয়। এবার, ফলাফল প্রকাশের মাত্র চার দিনের মধ্যেই শপথ গ্রহণের পরিকল্পনা করছেন মোদি।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তৃতীয় মোদি সরকারের শপথ গ্রহণের পরিকল্পনা প্রায় এক মাস আগে থেকেই শুরু হয়েছে, অর্থাৎ ভোটের পর্ব শুরু হওয়ার পর থেকেই। যদি ফলাফল বিপরীত হয় তবে কী হবে? বিজেপির ভোট পরিচালকরা মনে করছেন, এমন কোনো সম্ভাবনা নেই। মোদি ‘৪০০ পার’ এর স্লোগান নিয়ে এবারের নির্বাচনে নেমেছেন। বিজেপি মনে করছে, ৪০০ পার না হলেও ক্ষমতায় ফিরে আসার বিষয়ে কোনো সন্দেহ নেই।
অন্যদিকে, বিরোধীরা ভিন্ন মত প্রকাশ করছেন। ইন্ডিয়া জোট মনে করছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিথ্যা আত্মবিশ্বাস দেখিয়ে ভোটারদের বিভ্রান্ত করছেন, যা গাছে কাঁঠাল বা গোঁফে তেল দেওয়ার মতো একটি বিষয়।