বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৩০০-র বেশি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। শেষ দফার ভোট শেষ হওয়ার পরে, শনিবার সন্ধ্যায় তিনি রাজ্য বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই দাবি করেন।
সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “হরিয়ানা ও বিহারে এই ধরনের ঘটনা প্রচলিত। এখন এই প্রবণতা এখানেও শুরু হয়েছে। আজ আপনারা দেখেছেন কীভাবে রেখা পাত্র, শীলভদ্র দত্ত থেকে শুরু করে অশোক পুরকাইতকে বুথ পরিদর্শনে বাধা দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবারে কেন্দ্রীয় বাহিনীকে পদক্ষেপ না করতে দিয়ে রাজ্য পুলিশ আমাদের প্রার্থী অভিজিৎ দাসকে ফলতায় চার ঘণ্টা ধরে আটকে রেখেছে। এতে তিনি অন্য বুথে যেতে পারেননি। এক সাংবাদিক বন্ধু-সহ শতাধিক আহত হয়েছেন, যাদের বেশিরভাগ প্রাথমিক চিকিৎসা পেয়ে বাড়ি ফিরেছেন, কিন্তু ৪০ থেকে ৫০ জন এখনও হাসপাতালে আছেন।” এরপর তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রের ৩০০-র বেশি বুথ এবং ফলতায় ২৩০টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানান। বজবজ, মহেশতলা, জয়নগর, ক্যানিং পূর্ব এবং যাদবপুর কেন্দ্রের ভাঙড়-১ ব্লকের বেশ কয়েকটি বুথেও পুনর্নির্বাচনের দাবি করেন।