তৃতীয় মোদী সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলায় মমতাকে ‘তার কাটা’ বললেন শুভেন্দু অধিকারী !
তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উত্থাপন করায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ করেছেন। রবিবার দিল্লি যাওয়ার পূর্বে, দমদম বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মমতার ‘মাথার তার কাটা’ বলে মন্তব্য করেন।
শনিবার কালীঘাটের বাড়িতে লোকসভা নির্বাচনে জয়ী প্রার্থীদের সাথে মিটিং শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা শুধু বসে থাকতে যাচ্ছি না। এটা ভাবা উচিত নয় যে ইন্ডিয়া আজ সরকার গঠনের দাবি না করলেও কাল করবে না। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। দেশে পরিবর্তন দরকার। মোদীকে আর কেউ চায় না। এত বড় পরাজয়ের পর মোদীবাবুর উচিত ছিল দায়িত্ব অন্য কারো হাতে তুলে দেওয়া। ইন্ডিয়া আসলেই সরকার গড়বে। তবে যতদিন আছে, একটু সামলে চলুন। নিজেদের একটু দেখুন। কাকে কতটা সন্তুষ্ট করতে পারছেন।’
বিমানবন্দরে প্রবেশের সময় সাংবাদিকরা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনিশ্চয়তায় ভরা সরকারের কথা বলেছেন। তার উত্তরে শুভেন্দুবাবু দ্রুত পায়ে বিমানবন্দরে ঢুকতে ঢুকতে কেবল বলেন, ‘ওনার মাথার তার কাটা’।
লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যে প্রত্যাশিত ফল পায়নি। ৩০ আসনের লক্ষ্য নিয়ে নেমে তারা মাত্র ১২টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, তৃণমূল ২৯টি আসন নিয়ে জয়লাভ করেছে। দেশের মধ্যেও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে এবং ২৪০ আসনে সীমাবদ্ধ রয়েছে। NDA ৪০০ আসনের লক্ষ্য নিয়ে ২৯২টি আসন পেয়েছে, যার ফলে বিজেপিকে এবার শরিক দলের সহায়তায় সরকার গঠন করতে হচ্ছে। বিশেষ করে উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রে বিজেপি অনেক আসন হারিয়েছে। পশ্চিমবঙ্গে প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি তারা। অবশ্য, উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশে NDA ভালো ফল করেছে। এদিকে, ১০ বছর পর ৯৯ আসন পেয়ে কংগ্রেস বিরোধী দলের মর্যাদা অর্জন করতে চলেছে।