মন্ত্রীত্ব পেয়েই রাজনৈতিক অভিভাবক দিলীপে ঘোষের আশীর্বাদ নিতে গেলেন সুকান্ত মজুমদার!
সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষের মধ্যে কম বিতর্ক হয়নি। মন্ত্রিত্ব পেয়ে সুকান্ত দিলীপের কাছে আশীর্বাদ নিতে গিয়েছিলেন, যিনি বালুরঘাটের সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি পা ছুঁয়ে প্রণাম করেন। কলকাতায় ফিরে আন্দোলনরত শিক্ষকদের সাথে দেখা করবেন সুকান্ত মজুমদার।
রবিবার দুপুরে জানা গিয়েছিল যে বালুরঘাটের সাংসদ এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার মন্ত্রিত্ব পাচ্ছেন। সন্ধ্যায় তিনি শপথ নেন এবং দুটি মন্ত্রকের দায়িত্ব পান। বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন, যেখানে দিলীপ ঘোষও রয়েছেন। মঙ্গলবার সকালে মন্ত্রকের দায়িত্ব বুঝে নেওয়ার আগে দিলীপের কাছে হাজির হন সুকান্ত মজুমদার এবং তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন। তাঁরা কিছুক্ষণ কথা বলেন এবং দিলীপের আশীর্বাদ নিয়ে সুকান্ত তাঁর গন্তব্যে রওনা দেন।
সুকান্ত মজুমদার সোশাল মিডিয়ায় দিলীপের সাথে তাঁর সাক্ষাতের ছবি শেয়ার করেন এবং লেখেন, “মোদি সরকারের তৃতীয় মেয়াদে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে বিজেপির অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দাদা শ্রী দিলীপ ঘোষ মহাশয়ের কাছে আশীর্বাদ নিলাম। শিক্ষা ক্ষেত্রে প্রধানমন্ত্রীজির সাথে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি।” এই ছবি নিয়ে চর্চা শুরু হয়েছে। সুকান্ত-শুভেন্দু জুটির সাথে দিলীপ ঘোষের দ্বন্দ্ব সবার জানা। এই দ্বন্দ্ব লোকসভার প্রার্থী নির্বাচনে প্রকাশিত হয়েছে। বিজেপির বাংলায় নির্বাচনে পরাজয়ের পর শুভেন্দুর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে দিলীপ-সুকান্তের সাক্ষাত শুভেন্দুকে বার্তা দেওয়ার চেষ্টা বলে দাবি করা হচ্ছে।
Sought blessings from senior BJP leader Shri @DilipGhoshBJP today before taking charge as MoS Education in the Modi govt 3.0. Feeling grateful and committed to working towards the releasing PM Modi’s vision for education sector. pic.twitter.com/lFIJASH7W7
— Dr. Sukanta Majumdar ( মোদীজির পরিবার ) (@DrSukantaBJP) June 11, 2024