
বাবার নাম রাখলো ছেলে !(NEET) নিটে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত লালুপুত্র তেজস্বীর সহকারী! দাবি বিহারের উপমুখ্যমন্ত্রীর !
সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান তেজস্বী যাদবের এক সহকারীর নাম জড়িত বলে দাবি করেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্হা। বৃহস্পতিবার তিনি এই অভিযোগ তুলেছেন। ২০২৪ সালে নিট পরীক্ষা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। বিজয়ের দাবি অনুযায়ী, দুর্নীতিতে ধৃত এক ছাত্রের জন্য তেজস্বীর সহকারী সরকারি বাংলোয় থাকার ব্যবস্থা করেছিলেন। তবে এই বাংলোর অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ এনএইচএআই জানিয়েছে পটনায় তাদের কোনও বাংলো নেই।
বিজয় সাংবাদিক বৈঠকে জানান, লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বীর সহযোগী প্রীতম কুমার বিহার সড়ক নির্মাণ বিভাগের এক কর্মীকে ফোন করে সিকন্দরপ্রসাদ যাদবেন্দুর জন্য একটি ঘর বুক করতে বলেন। সিকন্দর পেশায় ইঞ্জিনিয়ার এবং তিনি অতীতে দাবি করেছিলেন, নিট দুর্নীতিতে এক মন্ত্রী জড়িত।
সিকন্দর জানান, তিনি নিজের ভাইপো অনুরাগ যাদবের জন্য পটনার একটি সরকারি বাংলোয় ঘর বুক করেছিলেন। অনুরাগ নিট পরীক্ষার্থী ছিলেন এবং তাঁর মা সহ কয়েকজন বাংলোয় ছিলেন। নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগে অনুরাগ বর্তমানে জেলে আছেন।
বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় জানান, অভিযুক্ত অনুরাগের জন্য পটনার সরকারি বাংলোতে ঘর বুক করেছিলেন তেজস্বীর এক সহযোগী। এই ঘটনায় তিনি বিভাগীয় তদন্ত চালিয়েছেন। তদন্তে প্রকাশ, তেজস্বীর সহযোগী প্রীতম আরসিডির কর্মী প্রদীপকে ফোন করে ১ মে পটনার এনএইচএআই বাংলোতে ঘর বুক করেছিলেন। এর চার দিন পরে দেশে নিট পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজয় দাবি করেন, প্রীতমের কল ডিটেলস রয়েছে এবং উচ্চস্তরের তদন্তের দাবি জানান, বলেন যে লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে। এই ঘর বুকিং ঘটনায় প্রদীপ-সহ তিন জন কর্মীকে বিহারের সড়ক নির্মাণ বিভাগ থেকে সাসপেন্ড করা হয়েছে।
অন্যদিকে, বিহারের এনএইচএআই জানায়, পটনায় তাদের কোনও অতিথিশালা নেই এবং সংবাদমাধ্যমের দাবি অসত্য। সিকন্দর জানান, তাঁর ভাইপো নিট, ইউপিএসসির প্রশ্ন ফাঁস চক্রের সাথে যুক্ত এবং তিনি পরীক্ষার্থীদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা করেছিলেন। তিনি আরও দাবি করেন, তাঁকে দেওয়া ‘ফাঁস হওয়া’ প্রশ্নপত্র এবং নিটের আসল প্রশ্নপত্রের মধ্যে মিল রয়েছে।