Muslims Adopted Hinduism:মধ্য প্রদেশের ইন্দোরে ৩০ জন মুসলিম স্ব-ইচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন,তালিকায় ১৪ মহিলাও
মধ্য প্রদেশের ইন্দোরে ৩০ জন মুসলিম হিন্দু ধর্ম গ্রহণ করেছেন বলে সাঝা সংস্কৃতিক মঞ্চ নামক একটি সামাজিক সংগঠন দাবি করেছে। তারা বলছে, আইনি প্রক্রিয়া মেনে এই ৩০ জন ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম অবলম্বন করেছেন। এই ধর্মান্তরিত হওয়ার অনুষ্ঠানটি খজরানা গণেশ মন্দিরে সম্পন্ন হয়েছে।
সামাজিক সংগঠন সাজা সংস্কৃতিক মঞ্চের অধ্যক্ষ স্যাম পাওয়ারি জানান, ‘মধ্য প্রদেশের ৩০ জন মুসলিম ধার্মিক স্বাধীনতা আইন ২০২১ অনুসারে স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছেন। তারা সকলেই হিন্দু ধর্ম গ্রহণ করেছেন, যার মধ্যে ১৪ জন মহিলা রয়েছেন।’ তিনি আরও বলেন, ‘ইন্দোর এবং পশ্চিম মধ্য প্রদেশের অন্যান্য জেলাগুলিতে এই বাসিন্দারা নিজেদের ইচ্ছায় ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম অবলম্বন করেছেন।’
পুলিশের বক্তব্য কী? সংগঠনের অধ্যক্ষ বলেন, ‘এই মুসলিমরা ধার্মিক স্বাধীনতা অধিনিয়ম ২০২১-এর আওতায় স্বেচ্ছায় ধর্ম পরিবর্তনের জন্য জেলা প্রশাসনের কাছে হলফনামা জমা দিয়েছেন।’ অন্যদিকে, জেলাশাসক জানান, ‘আমাদের তথ্য ছিল যে ২৮ জন খজরানা গণেশ মন্দিরে মুসলিম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করতে যাচ্ছেন।’
পুলিশ জানিয়েছে যে, এখন পর্যন্ত বলপূর্বক ধর্মান্তরিত হওয়ার কোনও অভিযোগ পাওয়া যায়নি। মধ্য প্রদেশের ৩০ জন বাসিন্দা কারও চাপে পড়ে এই সিদ্ধান্ত নেননি, এবং তাদের কাছে এমন কোনও অভিযোগ আসলে তারা পদক্ষেপ নিতেন। মধ্য প্রদেশ সরকার বলেছে যে, ধার্মিক স্বাধীনতা অধিনিয়ম ২০২১ অনুযায়ী এই ধর্মান্তরিত হওয়া ঘটেছে। তারা কোনও প্রলোভনে পড়ে এই সিদ্ধান্ত নেননি, তবে অনিয়মের অভিযোগ পেলে ১০ বছরের জেল হতে পারে।