বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে ভোট পরবর্তী অশান্তির অভিযোগ শুনেছেন শুভেন্দু অধিকারী!
বৃষ্টির মধ্যে ছাতা হাতে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলীয় কর্মী, সমর্থক এবং গ্রামবাসীদের থেকে ভোট পরবর্তী অশান্তির বিভিন্ন অভিযোগ শুনেছেন। তিনি তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বঙ্গ বিজেপি নেতৃত্ব বারবার অভিযোগ করেছে যে, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী ও সমর্থকরা ঘরছাড়া হচ্ছেন, মারধরের শিকার হচ্ছেন এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপি করার জন্য নানাভাবে অত্যাচারিত হচ্ছেন।
বর্তমান পরিস্থিতিতে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বঙ্গ পদ্ম শিবিরের অনেক নেতা বিভিন্ন এলাকায় যাচ্ছেন এবং আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে দেখা করে তাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন। শনিবার আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত খানাকুলের বিভিন্ন স্থান পরিদর্শন করেন শুভেন্দু অধিকারী। তাকে কাছে পেয়ে গ্রামবাসীরা অত্যাচারের বিভিন্ন অভিযোগ জানান। ভোটের পরের অশান্তির পরিপ্রেক্ষিতে কী ধরনের ‘অত্যাচার’ হচ্ছে তা বিজেপি কর্মী ও সমর্থকদের কাছ থেকে শুনেন তিনি। আরামবাগ এলাকায় তার পরিদর্শনের সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে শুভেন্দু অধিকারী ছাতা মাথায় দিয়ে স্থানীয় নেতাদের ও গ্রামবাসীদের সাথে বসে ভোটের পরের অশান্তির বিভিন্ন অভিযোগ শুনতে থাকেন।
শুভেন্দু অধিকারী বলেছেন, “রাজ্যের শাসক দল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, যার ফলে স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও ভীত ও সন্ত্রস্ত। আরামবাগ লোকসভার খানাকুল, চব্বিশপুর বাজার, হরিশচক, মারোখানা কালি মন্দির এবং রামচন্দ্রপুর হাসপাতাল মাঠ এলাকায় বিজেপি কর্মী, সমর্থক এবং স্থানীয় মানুষের সাথে আমি দেখা করেছি। এলাকার মানুষদের সংঘবদ্ধ থাকা এবং কোনও প্ররোচনায় না পড়ার জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছি।”’
শুভেন্দু বলেন, ‘যদি কোনও সমস্যা হয়, তাহলে এলাকার বিধায়ক বা জেলা নেতৃত্বকে অবিলম্বে জানানোর জন্য বলেছি। বিজেপি দলীয়ভাবে প্রত্যেক কর্মী, সমর্থক, কার্যকর্তা এবং তাদের পরিবারের পাশে আছে, এবং রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি সবার পাশে থাকার আশ্বাস দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘তৃণমূল কংগ্রেস ও পুলিশের অত্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ অবশ্যই হবে।’