উদ্ধার হওয়া টাকা কার ? নিয়োগ মামলায় পার্থর বান্ধবী অর্পিতাকে জেরা করতে চায় আয়কর দফতর!
নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে এবার জেরা করতে চাইছে আয়কর দফতর। তাঁর বাড়ি থেকে পাওয়া গিয়েছে বিপুল পরিমাণ টাকা, যার উৎস এবং বাড়িতে এত টাকা মজুত রাখার কারণ জানতে চাইছে দফতর। বর্তমানে অর্পিতা আলিপুর মহিলা সংশোধনাগারে বন্দি। সেখানে গিয়ে তাঁকে জেরা করা হতে পারে। সূত্র অনুযায়ী, আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে অর্পিতাকে জেরা করার অনুমতি পেতে কলকাতার বিশেষ ইডি আদালতে আবেদন করেছে আয়কর দফতর।
প্রসঙ্গত, শিক্ষা খাতে নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাসভবনে ইডি অভিযান চালায়। দীর্ঘ অনুসন্ধান ও জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়। পার্থের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত অর্পিতা মুখার্জির টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটেও ইডি হানা দেয়। টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে ইডি ২১ কোটি ৯০ লক্ষ টাকা নগদ এবং বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা ও সোনার গহনা উদ্ধার করে।
সেই বছরের ২৭ জুলাই, বেলঘরিয়ার ‘ক্লাব টাউন হাইট্স’ আবাসনের অর্পিতার নামে থাকা দুইটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে, ইডি সেখান থেকে মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদ এবং প্রচুর গয়না উদ্ধার করে। ইডির দাবি অনুযায়ী, ওই দুইটি ফ্ল্যাট থেকে মোট ৪৯ কোটি ৮০ লাখ টাকা নগদ এবং ৫ কোটি ৮ লাখ টাকার গয়না, এবং সাতটি বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে।
পার্থের আইনজীবী সম্প্রতি আদালতে বলেছেন, তাঁর মক্কেল অর্পিতাকে চিনতেন, তবে শুধুমাত্র ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে। অর্পিতার ব্যক্তিগত কর্মকাণ্ড সম্পর্কে তাঁর মক্কেল অবগত ছিলেন না। পার্থের আইনজীবী আরও দাবি করেছেন যে, অর্পিতার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকার কারণে পার্থ তাঁর কাছ থেকে কোনো সুবিধা নেননি। এছাড়াও, অর্পিতার বাড়ি এবং অন্যান্য সংস্থা থেকে বাজেয়াপ্ত করা সম্পত্তির সঙ্গে তাঁর মক্কেলের কোনো দাবি নেই এবং ভবিষ্যতেও থাকবে না।