কোন পণ্যের দাম কমছে এবং কোন পণ্যের দাম বাড়ছে? নির্মলার বাজেটে বাজারের পরিস্থিতি এক নজরে।
আজ, ২৩ জুলাই মঙ্গলবার, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সপ্তম বারের মতো বাজেট পেশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয়বার ক্ষমতায় ফিরে এসেছেন, এবং এই তৃতীয় মেয়াদের প্রথম বাজেট এটি। অর্থমন্ত্রী বিভিন্ন পণ্যের উপর কর ছাড়ের ঘোষণা করেছেন, এবং কিছু পণ্যের উপর কর বৃদ্ধি করেছেন। বাজেট পেশের পর কোন কোন পণ্যের দাম কমতে চলেছে এবং কোন কোন পণ্যের দাম বাড়তে চলেছে, সে সম্পর্কে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হয়েছে।
ন’টি বিষয়ে জোর নির্মলার
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে নয়টি বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন। এই নয়টি ক্ষেত্র হলো কৃষি, কর্মসংস্থান, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার, উৎপাদন ও পরিষেবা, নগরোন্নয়ন, শক্তি, উদ্ভাবন ও গবেষণা, এবং নতুন প্রজন্মের জন্য সংস্কার।
বাজেটে বেতনভুক কর্মীদের আয়কর স্বস্তি-
• ০ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় করলে কোনও কর দিতে হবে না।
• ৩ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয় হলে কর দিতে হবে ৫ শতাংশ।
• বাৎসরিক আয় ৭ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা হলে কর দিতে হবে ১০ শতাংশ।
• বাৎসরিক আয় ১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে হলে কর দিতে হবে ১৫ শতাংশ হারে।
• ১২ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে ২০ শতাংশ।
• বছরে আয় যদি ১৫ লক্ষ টাকার বেশি হয় তা হলে ৩০ শতাংশ হারে দিতে হবে কর।
দাম কমল:
- মোবাইল
- চার্জার
- ক্যানসারের ৩ ওষুধ
- এক্স রে মেশিন
- সোনা, রূপা, প্ল্যাটিনাম
- চর্মজাত পণ্য
- ২৫টি খনিজ পদার্থ
- বৈদ্যুতিন সামগ্রী
দাম বাড়ল:
- প্লাস্টিক
- পিভিসি ফ্লেক্স
- সোলার প্যানেল
ছোট সংস্থাগুলিতে প্রভিডেন্ট ফান্ডে ভর্তুকি
ছোট সংস্থাগুলির কর্মীদের ভবিষ্যনিধি বা প্রভিডেন্ট ফান্ডে ভর্তুকি দেওয়া হবে। প্রথম যাঁরা কাজে ঢুকছেন, তাঁদের প্রভিডেন্ট ফান্ডে এক মাসের বেতন দেওয়া হবে। জানালেন অর্থমন্ত্রী।
দেশের পূর্ব দিকে নজর কেন্দ্রের
দেশের পূর্ব দিকের চার রাজ্য পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধপ্রদেশ এবং বিহারের উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র। জানিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা। তৈরি হবে কলকাতা-অমৃতসর বাণিজ্য সড়ক।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি
প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি! কৃষি খাতে বরাদ্দ করা হচ্ছে ১.৫২ লক্ষ কোটি টাকা: অর্থমন্ত্রী
অন্ধ্রপ্রদেশ এবং বিহারের উন্নয়নে দরাজ কেন্দ্র
বিহারের বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য ২৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা অর্থমন্ত্রীর। বিশেষ আর্থিক সহায়তা অন্ধ্রপ্রদেশকে। চলতি অর্থবর্ষে অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা পাবে অন্ধ্র। মূলত অমরাবতীতে নতুন রাজধানী নির্মাণের জন্য এই টাকা দেওয়া হচ্ছে বলে জানান নির্মলা। প্রসঙ্গত, বিহারের জেডিইউ এবং অন্ধ্রের টিডিপি ‘সংখ্যালঘু’ মোদী সরকারের গুরুত্বপূর্ণ শরিক দল।
ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বিশেষ জোর
ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বিশেষ জোর। করা হবে ঋণের ব্যবস্থা। জানালেন নির্মলা।
ইন্টার্নশিপে উপকৃত হবেন ১ কোটি যুবক-যুবতী
বিভিন্ন ক্ষেত্রের চাকরিতে আগামী পাঁচ বছরে ১ কোটি যুবক-যুবতী ইন্টার্নশিপের সুযোগ পাবেন।
সম্পত্তি কেনায় ছাড় মহিলাদের
স্ট্যাম্প ডিউটি কমিয়ে মহিলাদের সম্পত্তি কেনার ক্ষেত্রে ছাড় দিচ্ছে কেন্দ্র।
গ্রামোন্নয়নে নজর
গ্রামোন্নয়নের জন্য ২.৬৬ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।
অসম, হিমাচল প্রদেশকে বন্যা খাতে সাহায্য
বন্যা রুখতে অসম, হিমাচল প্রদেশকে বিশেষ সাহায্যের কথা জানালেন অর্থমন্ত্রী। একই ভাবে সাহায্য করা হবে উত্তরাখণ্ড এবং সিকিমকেও।
পর্যটনে বিশেষ নজর
ভারতকে বিশ্বের পর্যটন মানচিত্রে শীর্ষে তুলে ধরার কথা জানালেন অর্থমন্ত্রী। পর্যটন সংক্রান্ত অধিকাংশ প্রকল্পই যেতে চলেছে বিহারে। নতুন করে সাজানো হবে বুদ্ধগয়া, রাজগির এবং নালন্দাকে।
পরিকাঠামো উন্নয়নে জোর
পরিকাঠামো উন্নয়নে জোর কেন্দ্রের। চলতি অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়নের জন্য খরচ করা হবে ১১.১১ লক্ষ কোটি টাকা। এই টাকা ভারতের জিডিপি-র ৩.৪ শতাংশ। পরিকাঠামো উন্নয়নে বেসরকারি বিনিয়োগেও উৎসাহ দেওয়ার কথা জানালেন অর্থমন্ত্রী।
বিদেশি বিনিয়োগ আনতে সহজ হবে নিয়ম
বিদেশি বিনিয়োগ আনতে সহজ হবে নিয়ম, জানালেন অর্থমন্ত্রী।
রাজকোষ ঘাটতি ৪.৯ শতাংশ
চলতি অর্থবর্ষে সম্ভাব্য রাজকোষ ঘাটতি হতে পারে ৪.৯ শতাংশ। রাজকোষ ঘাটতি ক্রমশ কমানোর কথা জানালেন নির্মলা।
দেরিতে আয়কর জমা দিলে কম জরিমানা
দেরিতে আয়কর জমা দিলে তুলনায় কম জরিমানা। জানিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা।
ক্যাপিটাল গেনে করছাড়ের ঊর্ধসীমা বৃদ্ধি
ক্যাপিটাল গেনে করছাড়ের ঊর্ধসীমা বাড়িয়ে ১ লক্ষ ২৫ হাজার টাকা করার ঘোষণা অর্থমন্ত্রী নির্মলার। নিউ ট্যাক্স রেজিম বা নয়া কর কাঠামোয় ‘স্ট্যান্ডার্ড ডিডাকশন’ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করার ঘোষণা। পারিবারিক পেনশনের ক্ষেত্রে পেনশনভোগীরা অতিরিক্ত সুবিধা পাবেন।