‘মমতা, অভিষেকের সঙ্গে কথা বলে তৃণমূলে যোগ দিন’, অধীরের কাছে ‘আমন্ত্রণ’ গেল তৃণমূল থেকে!
মঙ্গলবার দিল্লিতে কংগ্রেসের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কংগ্রেস নেতা অধীর চৌধুরী উপস্থিত ছিলেন। ওই বৈঠকে তাঁর প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে বিদায়ের বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে যায়। কে পরবর্তী প্রদেশ সভাপতি হবেন তা নিয়ে জল্পনা চলছে। এই পরিস্থিতিতে তৃণমূল তাঁকে আমন্ত্রণ জানিয়েছে এবং মুর্শিদাবাদের জন্য একসঙ্গে কাজ করার জন্য তৃণমূল বিধায়ক আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবারের বৈঠকে অধীরকে পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অভিহিত করা হয়েছিল, যা শুনে অধীর নিজেও অবাক হয়েছেন। তিনি জানান, তার প্রাক্তন হওয়ার বিষয়টি তিনি নিজেও জানতেন না।
বৈঠক শেষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অধীর স্পষ্ট করে দেন যে, তৃণমূলের সাথে আঁতাত তার পক্ষে অসম্ভব। তিনি লিখেছেন, “আমাদের কর্মীদের উপর হামলা হচ্ছে। যে সব কর্মী তৃণমূলের হাতে নির্যাতিত হচ্ছেন, তাদের জন্য আমরা কথা না বললে অন্য কে বলবে?” উল্লেখ্য, কংগ্রেস এবং তৃণমূল উভয়ই ইন্ডিয়া জোটের অংশ। কিন্তু রাজ্যে এই দুই দলের মধ্যে সংঘাত প্রায়ই প্রকাশ্যে আসে। মমতা বন্দ্যোপাধ্যায়ও এই রাজ্যে কংগ্রেসের সাথে দূরত্ব বজায় রেখেছেন।
এমন পরিস্থিতিতে অধীরকে তৃণমূলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান তাঁর এক সময়ের ‘শিষ্য’। কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার ওরফে ডেভিড, যাকে অনেকে অধীরের শিষ্য হিসেবে জানেন, বর্তমানে তৃণমূলে আছেন। বুধবার তিনি সংবাদমাধ্যমে বলেন, “বর্তমান রাজনৈতিক অবস্থা এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে, আমাদের জেলাকে উন্নতির পথে নিয়ে যেতে আপনি তৃণমূলে আসুন। মমতা-অভিষেকের সাথে কথা বলে দলে যোগ দিন। যদি মুর্শিদাবাদের উন্নতি করতে চান, তবে আসুন একসাথে কাজ করি।” অন্যদিকে, তৃণমূলের আরেক বিধায়ক হুমায়ুন কবীর বলেছেন, অধীর নিজের কেরিয়ার শেষ করেছেন এবং দলকেও ডুবিয়েছেন।