সোমবার লালবাজার অভিযানে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্যেরা! দলে দলে যোগ দেয়ার আহবান !
জুনিয়র ডাক্তাররা আরজি কর-কাণ্ডে বিচারের দাবিতে সোমবারেও পথে নামবেন। তাঁরা লালবাজার অভিযানের ডাক দিয়েছেন। একই দাবিতে, আগামী বুধবার, ৪ সেপ্টেম্বর, ঘরের আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধনের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্ট। শনিবারের পর রবিবারেও ‘অভয়া ক্লিনিক’ চালু ছিল। কলকাতার আরও ছয়টি স্থানে এই ক্লিনিক চালানো হয়েছে।
আরজি কর মামলার বিচারের দাবির পাশাপাশি, হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিলম্বন এবং কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়ালের পদত্যাগের দাবিতে জুনিয়র ডাক্তাররা সরব হয়েছেন। তাঁরা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিও জানিয়েছেন। এই দাবিতে সোমবার লালবাজার অভিযানের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্যরা। দুপুর ২টোয় কলেজ স্কোয়্যার থেকে মিছিল করে তাঁরা লালবাজারে যাবেন। আগামী বুধবার, বিচারের দাবিতে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘরের আলো নিভিয়ে রাখার এবং মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন গড়ার অনুরোধ জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
গত শনিবার থেকে, আরজি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা ‘অভয়া ক্লিনিক’ নামে একটি নতুন পরিষেবা চালু করেছেন। তাঁরা বিনামূল্যে ‘টেলিমেডিসিন’ পরিষেবা প্রদানের ঘোষণা করেছেন। পরের দিন রবিবার, কলকাতার আরও ছয়টি স্থানে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্যরা ‘অভয়া ক্লিনিক’ চালু করেন। আরজি কর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা কুমোরটুলির মৃৎশিল্প সাংস্কৃতিক সমিতিতে এই পরিষেবা দিচ্ছেন। শহরের অন্যান্য ছয়টি স্থানে অন্যান্য মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা পরিষেবা দেবেন। এসপ্ল্যানেড ক্রসিংয়ে মেডিক্যাল কলেজ কলকাতার জুনিয়র ডাক্তাররা, রানুছায়া মঞ্চে এসএসকেএমের জুনিয়র ডাক্তাররা, ন্যাশনাল মেডিক্যাল কলেজের দু’নম্বর গেটে এবং নীলরতন সরকারের এক নম্বর গেটে পরিষেবা দিচ্ছেন। ৮বি বাসস্ট্যান্ডে কেপিসি মেডিক্যাল কলেজের পড়ুয়ারা এবং বেহালা ফ্রেন্ডস ক্লাবে ইএসআই হাসপাতালের চিকিৎসকেরা পরিষেবা দিচ্ছেন। এই পরিষেবা সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত উপলব্ধ হবে।