বিরাট খবর! আরজি করের ‘সেই’ রাতের প্রত্যক্ষদর্শীর খোঁজ পেল সিবিআই!গোপন জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে !
আরজি কর মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই এক প্রত্যক্ষদর্শীকে তদন্তের জন্য ব্যবহার করছে। সিবিআই সূত্রে জানা গেছে, ওই প্রত্যক্ষদর্শী আরজি কর হাসপাতালের গ্রুপ ডি কর্মী। ঘটনার দিন তিনি ডিউটিতে ছিলেন এবং সিবিআই তার বয়ান রেকর্ড করে ১৬৪ ধারায় গোপন জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া করছে।
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে জুনিয়র চিকিৎসকেরখুনের ঘটনায় উত্তাল দেশ। তারই মধ্যে বিরাট খবর। হাসপাতালে ৮ অগাস্ট মধ্যরাতে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। এরপর দিনই ‘প্লেস অফ অকারেন্স’ অর্থাৎ অপরাধস্থলের পাশের ঘরটি ভাঙাভাঙি শুরু হয়।
স্বাস্থ্য দফতরের সূত্র অনুযায়ী, গত ১০ অগাস্ট আরজি কর হাসপাতালের সমস্ত বিভাগের অন ডিউটি ডাক্তারদের ঘর এবং সংলগ্ন শৌচাগারের সংস্কার এবং পুনর্নির্মাণের জন্য পি ডব্লিউ ডি-র সিভিল বিভাগকে জরুরি ভিত্তিতে কাজ শুরু করার নির্দেশ দেন তৎকালীন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ। এই ঘটনায় তথ্য লোপাটের অভিযোগ আরও জোরালো হয়েছে।
আরজি কর মেডিক্যাল কলেজের চার তলায় অবস্থিত সেমিনার হলটি এই মামলার আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু। ঘটনাস্থলের পাশের ঘরটি ভাঙার জন্য হঠাৎ করেই হাসপাতাল কর্তৃপক্ষ উদ্যোগ নেয়। এই উদ্যোগের কারণ কী? স্বাস্থ্য দফতরের সূত্র অনুযায়ী, ১০ অগাস্ট স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সাথে আরজি কর হাসপাতালের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।