আরও তিন কর্তার ইস্তফা দাবি সহ পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের!
সুপ্রিম কোর্টের চিকিৎসা পরিষেবায় ফিরে আসার নির্দেশ দেওয়ার পরপরই, আরজি-কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সংগঠন পুনরায় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। তাদের পাঁচ দফা দাবির সাথে এবার তারা রাজ্যের স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা (ডিএইচএস), এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা (ডিএমই)-র পদত্যাগও দাবি করেছেন।
সোমবার বিকেলে জুনিয়র ডাক্তাররা তাদের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। তাদের দাবি আদায়ের জন্য, মঙ্গলবার করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলের আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছেন। বিচারের দাবিতে তারা পথে নেমেছেন এবং আরজি কর হাসপাতালের সামনে ধর্না দিচ্ছেন। রাজ্য সরকার বারবার কাজে ফেরার আহ্বান জানালেও জুনিয়র ডাক্তাররা এখনও কাজে ফিরেননি।
সোমবারের শুনানিতে উঠে আসা প্রসঙ্গে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে, চিকিৎসকদের অবিলম্বে কাজে ফিরতে হবে। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে তাঁদের ফেরার জন্য। ফিরে না আসলে, রাজ্যের যেকোনো পদক্ষেপে বাধা দেবে না আদালত। এর আগে, বিভিন্ন দাবিতে লালবাজারে পুলিশ কমিশনারের ইস্তফা চেয়ে জুনিয়র ডাক্তারেরা অভিযান চালিয়েছিলেন।
তাঁদের পাঁচ দফা দাবি হল—
প্রথমত, আরজি কর মেডিক্যাল কলেজের ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত দোষীদের দ্রুত চিহ্নিত করা এবং শাস্তি দেওয়া।
দ্বিতীয়ত, প্রমাণ লোপাটে জড়িতদের চিহ্নিত করে বিচার।
তৃতীয়ত, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ব্যর্থ প্রমাণিত কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা।
চতুর্থত, রাজ্যের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা।
পঞ্চমত, মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা।