ওরা যা বলবে, সব মানতে হবে নাকি ? এত জেদ কেন? ডাক্তারদের আবারও কটাক্ষ মমতা ব্যানার্জীর !
ডাক্তাররা পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছেন। তাঁরা স্পষ্টভাবে জানিয়েছেন, তাঁদের দাবি না মানলে নবান্নের কোনও বৈঠকে তাঁরা যোগ দেবেন না। এদিকে, নবান্নে অনুষ্ঠিত শিল্প সংক্রান্ত বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারী চিকিৎসকদের প্রসঙ্গ তুলেছেন। বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে নবান্নে বৈঠক হয়েছিল, যেখানে সূত্র অনুযায়ী, মমতা চিকিৎসকদের নিয়ে মন্তব্য করেন।
নবান্ন থেকে আলোচনার প্রস্তাব আসার পর, আন্দোলনরত চিকিৎসকরা পাঁচটি শর্ত সহ একটি চিঠি পাঠিয়েছেন। তাঁদের দাবি অনুযায়ী, তাঁরা ৩০ জন প্রতিনিধি নিয়ে বৈঠকে অংশ নেবেন। বৈঠকের সম্পূর্ণ লাইভ স্ট্রিমিং এর পাশাপাশি, তাঁদের একটি শর্ত হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি। নবান্ন থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে এই শর্ত মানা হবে না। অন্যদিকে, চিকিৎসকরা তাঁদের দাবিতে অনড় এবং শর্ত মানা না হলে বৈঠক না করার অবস্থানে অটল। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর মন্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।